অ্যাকসেসিবিলিটি লিংক

আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দিচ্ছে আরব লিগ


সুদান ও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আরব পররাষ্ট্রমন্ত্রীরা মিশরের কায়রোতে অবস্থিত আরব লিগ সদর দপ্তরে বৈঠকে অংশ নিচ্ছেন; ৭ মে, ২০২৩।
সুদান ও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আরব পররাষ্ট্রমন্ত্রীরা মিশরের কায়রোতে অবস্থিত আরব লিগ সদর দপ্তরে বৈঠকে অংশ নিচ্ছেন; ৭ মে, ২০২৩।

প্রায় ১ দশকের বেশি সময় ধরে সদস্যপদ স্থগিত থাকার পর, আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা রবিবার সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আঞ্চলিক উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরব লিগ মহাসচিবের মুখপাত্র গামাল রোশদি জানান, কায়রোতে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আরব লিগের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আসাদের বিরুদ্ধে অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসলে, রক্তাক্ত দমন-পীড়নের মাধ্যমে সেই বিক্ষোভ নিয়ন্ত্রণ করা হয়। এর পর, ২০১১ সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। ঐ দমন-পীড়নের সূত্র ধরে, সিরিয়ায় বিপর্যয়কর গৃহযুদ্ধ শুরু হয়। আর, অনেক আরব দেশ দামেস্ক থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নেয়।

সম্প্রতি সৌদি আরব ও মিশরসহ বেশ কিছু আরব দেশ নতুন করে সিরিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেছে; এর মধ্যে রয়েছে উচ্চ-পর্যায়ের বৈঠক ও সফর। তবে, কাতারসহ কিছু দেশ এখনো সিরিয়ার সংঘাতের রাজনৈতিক সমাধানের আগে দেশটির সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করছে।

আগামী ১৯ মে রিয়াদে অনুষ্ঠিত হবে আরব লিগের পরবর্তীয় সভা। সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার গতি কী হবে; বা কী শর্তে সিরিয়াকে আরব লিগে ফিরিয়ে আনা হবে, সেসব বিষয়ে আলোচনা করতে, প্রেসিডেন্ট আসাদকে সভায় আমন্ত্রণ জানানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে আরব দেশগুলো।

XS
SM
MD
LG