অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম তটে ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত


৪ মে ইসরায়েলি একটি সামরিক যানবহর পশ্চিম তীরের নাবলুস শহরের মধ্য দিয়ে অভিযান চালায়।
৪ মে ইসরায়েলি একটি সামরিক যানবহর পশ্চিম তীরের নাবলুস শহরের মধ্য দিয়ে অভিযান চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, ইসরাইলি সেনারা ইসরাইলিদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িত তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে যা ছিল একের পর এক নৃশংস সহিংসতার সর্বসাম্প্রতক রক্তক্ষয়ী আক্রমণ।

সেনাবাহিনী জানিয়েছে, এই ব্যক্তিরা গত মাসে পশ্চিম তটে ইহুদি বসতির কাছে একটি গাড়িতে আক্রমণের সঙ্গে জড়িত ছিল যাতে একজন ব্রিটিশ-ইসরাইলি মা ও তার দুই মেয়ে নিহত হয়।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার ভোরে অধিকৃত পশ্চিম তটের নাবলুস শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে এবং প্রচণ্ড বন্দুকযুদ্ধে তিনজন সন্দেহভাজনকে হত্যা করে। এদের দুইজন জঙ্গিদল হামাসের সদস্য। নিহতদের হাসান কাটনানি, মোয়াজ মাসরি ও ইব্রাহিম হুরা নামে সনাক্ত করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, তিনজন নিহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জনায়নি।

নাবলুসে সহিংসতা এমন এক সময়ে ঘটেছে, যখন এক বিশিষ্ট ফিলিস্তিনি বন্দী ইসরাইলি হেফাজতে আটক অবস্থার বিরুদ্ধে দীর্ঘ অনশন ধর্মঘট পালন করছিলেন। তার মৃত্যুতে গাজা থেকে জঙ্গিদের অসংখ্য রকেট হামলা এবং উপকূলীয় ছিটমহলে বিমান হামলায় একজন নিহত হয়।

অভিযান শুরুর পর থেকে ইসরাইলি হামলায় প্রায় ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইল বলছে, নিহতদের অধিকাংশই জঙ্গি তবে পাথর নিক্ষেপকারী যুবক এবং সংঘর্ষে জড়িত নয় এমন ব্যক্তিরাও নিহত হয়েছেন।

একই সময়ে ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছে।

XS
SM
MD
LG