অধিকৃত পশ্চিম তীরে সোমবার এক অভিযানে, ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক একথা জানিয়েছে। তারা বলেছে, এই অঞ্চলের অব্যাহত সহিংসতার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গত বছর থেকে এই সহিংসতা তীব্র আকার ধারণ করে।
ইসরাইলি সামরিক বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারা পশ্চিম তীরের নগর, শহর এবং গ্রামে সন্ধ্যা বেলায় অভিযান পরিচালনা করছে। ইসরাইলি সামরিক বাহিনী এই অভিযানকে জঙ্গিবাদ নির্মূলের প্রচেষ্টা বলে অভিহিত করছে। এ বছর ইসরাইলি বাহিনীর গুলিতে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে, ইসরাইলিদের বিরুদ্ধে পরিচালিত ফিলিস্তিনি হামলায় নিহত হয়েছেন ১৯ জন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিহত ১৭ বছর বয়সী কিশোরের নাম জিবরিল আল-লাদা। তারা বলেছে, পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে আকাবাত জাবর শরণার্থী শিবিরের এই সংঘর্ষে আরো তিনজন গুরুতরভাবে আহত হয়েছে।এই শিবিরে ইসরাইলি বাহিনী কিছুদিন পর পর অভিযান পরিচালনা করে।
গত বছর পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অন্তত ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এই অঞ্চলে ২০০৪ সালের পর, ২০২২ সালেই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।নেতৃত্বস্থানীয় ইসরাইলি অধিকার গোষ্ঠী বি’তসেলেম এ তথ্য জানিয়েছে।
ইসরাইল বলেছে, নিহতদের বেশিরভাগই সশস্ত্র যোদ্ধা। তবে, আক্রমণের প্রতিবাদকারী, কিন্তু সংঘর্ষে জড়িত নয় এমন যুবকদেরও হত্যা করা হয়েছে।
ফিলিস্তিনিরা এই অভিযানকে ইসরাইলের ৫৬ বছরের প্রকাশ্য দখলদারিত্বের আরো সম্প্রসারণ হিসেবে দেখছে। ফিলিস্তিনিরা পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম নিয়ে তাদের প্রত্যাশিত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক বলে আশা করে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরাইল এই অঞ্চলগুলো দখল করে নেয়।