অ্যাকসেসিবিলিটি লিংক

হাঙ্গেরি সফরের শেষ দিনে বড় প্রার্থনা উদযাপন করলেন পোপ ফ্রান্সিস


পোপ ফ্রান্সিস হাঙ্গেরির বুদাপেস্টের কোসুথ লাজোস স্কয়ারে এক বিশাল প্রার্থণায় যোগ দেন; ৩০ এপ্রিল, ২০২৩।
পোপ ফ্রান্সিস হাঙ্গেরির বুদাপেস্টের কোসুথ লাজোস স্কয়ারে এক বিশাল প্রার্থণায় যোগ দেন; ৩০ এপ্রিল, ২০২৩।

পোপ ফ্রান্সিস তার হাঙ্গেরি সফরের তৃতীয় ও শেষ দিনে রবিবার বুদাপেস্ট-এর ঐতিহাসিক কোসুথ লাজোস স্কয়ারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রার্থনা করেন।হাঙ্গেরির প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাক এবং প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাঙ্গেরি সফরকালে ফ্রান্সিস, ইউক্রেন,মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপের উপকূলে আসা রেকর্ড সংখ্যক শরণার্থীদের কথা স্মরণে রাখতে এবং তাদের গ্রহণ করতে হাঙ্গেরীয়দের প্রতি আহ্বান জানান।

ইউরোপীয়রা সব সময় আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীদের প্রতি ততটা দরদী নয় এবং তাদের গ্রহণেও আগহী নয়। তবে তারা রুশ আগ্রাসনের পর, বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা ইউক্রেনীয়দের প্রতি অনেক বেশি সহানূভূতিশীল এবং তাদের সাদরে গ্রহণ করেছে।

অরবান বলেছেন যে অভিবাসন ইউরোপের খ্রিস্টান সংস্কৃতি প্রতিস্থাপিত করার হুমকি হিসেবে দেখা দিয়েছে।

রবিবারের প্রার্থনায় ফ্রান্সিস ধর্মযাজক এবং সাধারণ মানুষকে "ক্রমবর্ধমান হারে দরজা খোলা” রাখার আহ্বান জানান। তিনি বলেন, “উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক... হাঙ্গেরিকে ভ্রাতৃত্বের বিকাশে সহায়তা করুন, যা শান্তির পথ।“

XS
SM
MD
LG