অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রাইমিয়ার জ্বালানি ডিপোতে আক্রমণ এবং যুদ্ধাপরাধের শাস্তি


ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে এক ইউক্রেনীয় সৈন্য পূর্বাঞ্চলীয় শহর আভদিভকার কাছে রুশ অবস্থানের দিকে আরপিজি (রকেট) নিক্ষেপ করছেন। সেখানে রুশ সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চলছে; ২৮ এপ্রিল ২০২৩।
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে এক ইউক্রেনীয় সৈন্য পূর্বাঞ্চলীয় শহর আভদিভকার কাছে রুশ অবস্থানের দিকে আরপিজি (রকেট) নিক্ষেপ করছেন। সেখানে রুশ সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চলছে; ২৮ এপ্রিল ২০২৩।

নতুন অগ্রগতি

  • ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে সৈন্যদের শৃঙ্খলা বৃদ্ধি করতে রাশিয়া “ক্রমবর্ধমানভাবে কঠোর উদ্যোগ” গ্রহণ করেছে।
  • জেলেন্সকি এক সাক্ষাৎকারে বলেছেন, রুশরা কিয়েভের সদর দপ্তরে হামলা চালালে তিনি “মৃত্যু পর্যন্ত” লড়াই করবেন। তিনি আরো বলেন,"আমি জানি কিভাবে গুলি করতে হয়।”
  • হাঙ্গেরি সফরকালে পোপ ফ্রান্সিস ইউক্রেনীয় শরণার্থীদের সাথে কথা বলেন। তিনি এমন একটি দেশে দান ও দয়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যেখানে জাতীয়তাবাদী সরকার কঠোর অভিবাসন বিরোধী নীতিবাস্তবায়ন করেছে।
  • জেলেন্সকি বলেন, যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানসহ অথবা ছাড়াই ইউক্রেন শিগগির পাল্টা আক্রমণ শুরু করবে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক তাদের ইউক্রেনে রুশ হামলা বিষয়ক দৈনিক গোয়েন্দা হালনাগাদ প্রতিবেদনে বলেছে, রাশিয়া তাদের সৈন্যদের মধ্যে আরো শৃঙ্খলা বাড়াতে, ক্রমবর্ধমানভাবে কঠোর উদ্যোগ নিচ্ছে। টুইটারে পোস্ট করা প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে রুশ কমান্ডাররা সম্ভবত শৃঙ্খলা ভঙ্গকারী সেনা সদস্যদের “জিন্দানে” রেখে শাস্তি দিতে শুরু করেছেন। জিন্দান হচ্ছে ধাতব গরাদে ঢাকা অস্থায়ী গর্ত। মন্ত্রকটি জানিয়েছে, অতিরিক্ত মদ্যপান এবং চুক্তি বাতিলের চেষ্টার মতো অপকর্মের জন্য অভিযুক্তদের জিন্দানে রাখা হচ্ছে।

টুইটারে পোস্ট করা প্রতিবেদনে আরো বলা হয়েছে, এমন কঠিন পদক্ষেপ নেয়া শুরু হয় গত শরৎকাল থেকে। জানুয়ারিতে চিফ অফ জেনারেল স্টাফ ভেলেরি গেরাসিমভ সৈনিকদের শৃঙ্খলার দায়িত্ব নিলে এই পদক্ষেপ কঠিনতর হয়।

ইউক্রেনের একটি ড্রোন শনিবার ক্রাইমিয়ার একটি জ্বালানি ডিপোতে হামলা চালায়। শুক্রবার কেন্দ্রীয় অঞ্চলের শহর উমানে রাশিয়ার প্রাণঘাতী হামলার পর "সন্ত্রাসী রাষ্ট্র এবং এর সকল যুদ্ধাপরাধীর শাস্তি" দেয়ার অঙ্গীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি। এরপর এই হামলা পরিচালিত হয়।

রাতের ভিডিও ভাষণে শনিবার জেলেন্সকি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য রাশিয়া ও তার সহযোগীদের জবাবদিহির আওতায় আনতে সম্ভাব্য সবকিছু করবে ইউক্রেন।

রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র হামলায় ২৭টি অ্যাপার্টমেন্ট ও ৩৩টি গাড়ি ধ্বংস হওয়ার পর, উমানে জীবিতদের খোঁজে তল্লাশি শেষ করেছে উদ্ধারকারীরা।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো শনিবার জানিয়েছেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ২২টি মরদেহ উদ্ধার করেছে। এছাড়া, একজন মারা গেছেন হাসপাতালে, উদ্ধার করার পর। নিহতদের মধ্যে ৬টি শিশু রয়েছে; এদের মধ্যে তিন জন ছেলে এবং তিন জন মেয়ে। দুই জন নারী এখনো নিঁখোজ রয়েছেন। আহত হয়েছেন নয় জন। ধ্বংসস্তুপের নিচ থেকে মোট ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিপ্রো-তে বিমান হামলায় দুই বছর বয়সী এক শিশু ও তার মা নিহত হয়েছেন।

মস্কো দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল যুদ্ধ রেখায় পৌঁছাতে বাধা দেয়ার জন্য ইউক্রেনের রিজার্ভ সৈন্যদের ওপর আঘত করা। আর, তারা সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। রাশিয়া তাদের দাবির পক্ষে কেনো প্রমাণ দেয়নি।

রাশিয়া অধিকৃত ক্রাইমিয়ার বন্দর নগরী সেভাস্তোপোল-এর একটি জ্বালানি মজুদ কেন্দ্রে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। এই হামলার পর জ্বালানি মজুদ কেন্দ্রে আগুন ধরে যায়। আগুন নেভানো হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন মস্কোর নিয়োগ করা গভর্নর মিখাইল রাজভোজায়েভ।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG