অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক নির্ভর করছে সীমান্ত বিরোধ নিরসনের ওপর


২৭ এপ্রিল, নয়াদিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশ নেনে বাঁ-দিক থেকে তৃতীয় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর ডানদিকে তৃতীয় আসনে বসা।
২৭ এপ্রিল, নয়াদিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশ নেনে বাঁ-দিক থেকে তৃতীয় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর ডানদিকে তৃতীয় আসনে বসা।

ভারত ও চীন বৃহস্পতিবার তাদের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দুদেশের মধ্যকার বিতর্কিত সীমান্তে শান্তি পুনরুদ্ধারের গুরুত্ব নিয়ে আলোচনায় দ্বিমত পোষণ করে।

বৈঠকের পর সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ভারত এ ধরনের পুনরুদ্ধারকে সম্পর্ক উন্নয়নের চাবিকাঠি বলে অভিহিত করেছে অন্যদিকে চীন সীমান্ত পরিস্থিতিকে স্থিতিশীল হিসেবে দেখছে।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর মধ্যে ঐ বৈঠক হয়।

২০২০ সালে সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চীনের চারজন সৈন্য নিহত হওয়ায় উত্তেজনা বাড়ার পর এটিই ছিল চীনের কোনও প্রতিরক্ষামন্ত্রীর প্রথম ভারত সফর। দুই দেশের মধ্যকার “আস্থার অভাব” দূর করার জন্য উচ্চ পর্যায়ের এই আলোচনা সহায়ক হবে কি না তা পর্যবেক্ষন করার জন্য প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের দিকে দৃষ্টি রাখা হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজনাথ সিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভারত ও চীনের মধ্যে সম্পর্কের উন্নয়ন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার প্রসারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ভারতের বিবৃতিতে বলা হয়, “বিদ্যমান চুক্তি লঙ্ঘনের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো ভিত্তিই নষ্ট হয়ে গেছে এবং সীমান্তে সেনা প্রত্যাহার যৌক্তিকভাবে উত্তেজনা হ্রাসের মাধ্যম হিসাবেই দেখা হবে।

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক, লি সীমান্তের পরিস্থিতি “সাধারণত স্থিতিশীল” বলে বর্ণনা করেছেন। চীনের বিবৃতিতে বলা হয়, “উভয় পক্ষকেই দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত ইস্যুকে যথাযথ অবস্থানে রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।”

XS
SM
MD
LG