একটি ব্রিটিশ সামুদ্রিক সংস্থা শুক্রবার জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি জাহাজে হামলা চালানো হয়েছে।
জাহাজে বাণিজ্যের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে যে কোম্পানি, সেই ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে যে তারা এডেন উপসাগরে সনাক্ত করা যায়নি একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছে।
ইউকেএমটিও শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তিনটি নৌকা ঐ হামলা চালায় এবং প্রতিটি নৌকায় তিন থেকে চারজন যাত্রী ছিল।
এছাড়া বিস্তারিত আর কিছু বলা হয়নি।
এডেন উপসাগরে হামলার জন্য একসময় সোমালি জলদস্যুদের দায়ী করা হত তবে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক নিরাপত্তা অভিযানের কারণে তাদের হামলা কমে গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের উপকূলে হামলার জন্য ইরান সমর্থিত হুতি গোষ্ঠী এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দানকারী সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে আট বছর ধরে চলা সংঘাতকে দায়ী করা হয়েছে।
এই প্রতিবেদনে কিছু তথ্য রয়টার্স ও এএফপি থেকে নেওয়া।