তুরস্কের প্রেসিডেন্ট স্বাস্থ্যগত সমস্যায় প্রচার অভিযান বাতিল করলেন
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সময় পেটের সমস্যার কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সাক্ষাৎকার থামাতে বাধ্য হওয়ার একদিন পর বাড়িতে বিশ্রামের জন্য নির্বাচনী প্রচার অভিযান বাতিল করার ঘোষণা দিয়েছেন।
তুরস্কের উলকে এবং কানাল 7 টিভি স্টেশনে মঙ্গলবার রাতে এরদোয়ানের সরাসরি সাক্ষাৎকার নেওয়ার সময় হঠাৎ অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২০ মিনিট পর যখন সাক্ষাৎকারটি পুনরায় শুরু হয় তখন ৬৯ বছর বয়সী এরদোয়ান প্রচারণার সময় তিনি গুরুতর “পাকস্থলীর ফ্লুতে” আক্রান্ত হয়েছিলেন বলে ব্যাখ্যা করেন এবং সাক্ষাৎকার অনুষ্ঠানটি বন্ধ করার জন্য ক্ষমা চান ।
প্রেসিডেন্ট এরদোয়ানের বুধবার কিরিক্কালে, ইয়োজগাত ও শিভাস শহরে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও টুইটারে তিনি ঘোষণা দেন যে তার চিকিৎসকদের পরামর্শে তিনি বাড়িতে বিশ্রাম নেবেন এবং ঐ অনুষ্ঠানগুলোতে তার প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই ।
পরে বুধবার ক্ষমতাসীন দলের ডেপুটি চেয়ারম্যান এরকান কান্দেমির ঘোষণা দেন, এরদোয়ান বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর মেরসিনে নির্ধারিত একটি সমাবেশ বাতিল করেছেন, তবে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন।
এরদোয়ান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি করা অনলাইন গুজবগুলো তুরস্কের কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছেন।.
এরদোয়ানের যোগাযোগ বিষয়ক পরিচালক ফাহরেতিন আলতুন এক টুইটবার্তায় বলেন, “প্রেসিডেন্টের(এরদোয়ানের) স্বাস্থ্য নিয়ে এ ধরনের ভিত্তিহীন দাবি আমরা প্রত্যাখ্যান করছি।
প্রেসিডেন্ট পদে এরদোয়ান তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ মে প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনের আগে প্রচন্ড প্রচার অভিযান চালাচ্ছেন। কখনও কখনও প্রতিদিন তিন বা ততোধিক অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন।।
তিনি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তার ২০ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচনী পরীক্ষার মুখোমুখি হচ্ছেন, জনমত জরিপে দেখা গেছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য-বামপন্থী বিরোধী দলের নেতা কামাল কিলিকদারোগলু সামান্য এগিয়ে আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ২০১১ সালে এরদোয়ানের পরিপাকতন্ত্রে একটি সফল অস্ত্রোপচার করা হয়।