অ্যাকসেসিবিলিটি লিংক

নারী ও মেয়েদের ওপর তালিবানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভোট দিতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ


৫ জানুয়ারি, জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদে প্রতিনিধিরা বৈঠকে অংশ নিচ্ছেন।
৫ জানুয়ারি, জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদে প্রতিনিধিরা বৈঠকে অংশ নিচ্ছেন।

আফগানিস্তানের তালিবান নেতৃবৃন্দকে শিক্ষা ও কর্মস্থলে নারীদের প্রবেশাধিকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা সহ আফগানিস্তানে জাতিসংঘের স্থানীয় নারী কর্মীদের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার নিন্দা জানাতে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটভুটি হতে যাচ্ছে।


খসড়া প্রস্তাবটি ভয়েস অব আমেরিকা প্রত্যক্ষ করেছে যাতে “আফগানিস্তানে তালিবান আরোপিত নারী ও বালিকাদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি ক্রমবর্ধমান সম্মান হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত এবং জাপান যৌথভাবে ঐ প্রস্তাবটির খসড়া তৈরি করেছে। কূটনীতিকরা আশা করছেন যে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি গৃহীত হবে।

প্রস্তাবটিতে জাতিসংঘের ইতিহাসে নারী আফগান কর্মীদের ওপর নিষেধাজ্ঞাকে “নজিরবিহীন” আখ্যায়িত করে বলা হয়েছে, এটা “মানবাধিকার ও মানবিক নীতিকে ক্ষুণ্ণ করছে। এটি আফগান সমাজে নারীদেরঅপরিহার্য ভূমিকা” পুনর্ব্যক্ত করবে।


আফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মী এবং বেসরকারী সংস্থায় কর্মরত নারীদের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা দেশটিতে জীবন রক্ষাকারী সহায়তা ও মৌলিক সেবা প্রদানসহ জাতিসংঘের কার্যক্রমের উপরে “নেতিবাচক ও মারাত্মক প্রভাব ফেলবে।”

আফগানিস্তানে নারীদের ওপর তালিবানের ক্রমবর্ধমান দমনপীড়নের পরিপ্রেক্ষিতে কি করা উচিত তা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১-২ মে কাতারের দোহায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে যখন রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করার পরিকল্পনা করছেন তারই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতিসংঘে ঐ খসড়া প্রস্তাবে ভোট হতে যাচ্ছে।

আফগান যুদ্ধে প্রায় দুই দশক জড়িত থাকার পর যুক্তরাষ্ট্র ও নেটো সৈন্য প্রত্যাহারের পর ২০২১ সালের আগস্টে তালিবান পুনরায় ক্ষমতা দখল করে।

XS
SM
MD
LG