ব্রিটেনের যুবরাজ উইলিয়াম বাকিংহাম প্যালেসের সাথে একটি গোপন চুক্তির পর “বিপুল অর্থের” বিনিময়ে রুপার্ট মারডকের যুক্তরাজ্যের সংবাদপত্রের বিরুদ্ধে করা একটি ফোন হ্যাকিং-এর অভিযোগের নিষ্পত্তি করেছেন। উইলিয়ামের ভাই প্রিন্স হ্যারির আইনজীবীরা আদালতের নথিতে একথা বলেন।
কিং চার্লসের ছোট ছেলে হ্যারি লন্ডনের হাইকোর্টে মারডকের নিউজ গ্রুপ নিউজপেপারস (এনজিএন)-এর বিরুদ্ধে তার ট্যাবলয়েড দ্য সান এবং অধুনা বিলুপ্ত নিউজ অফ দ্য ওয়ার্ল্ড ’এর বিরুদ্ধে ১৯৯০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত করা একাধিক বেআইনি কার্যক্রমের জন্য মামলা করছেন।
এই সপ্তাহে প্রাথমিক শুনানিতে এনজিএন রাজকুমার এবং ব্রিটিশ অভিনেতা হিউ গ্র্যান্টের দাবিগুলোকে নাকচ করে দিতে চাইছে। এনজিএন-এর যুক্তি, তাদের দ্রুত ব্যবস্থা নেয়া উচিত ছিল। এনজিএন এক হাজারের বেশি ফোন-হ্যাকিং কেস নিষ্পত্তির জন্য লক্ষ লক্ষ পাউন্ড প্রদান করেছে।
উইলিয়ামের কার্যালয় বলেছে, তারা চলমান আইনি প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করতে পারে না । এনজিএন-এরও কোনো মন্তব্য নেই।
২০১৪ সালে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড ‘এর সাংবাদিক এবং অন্যদের বিরুদ্ধে আনা একটি ফৌজদারি বিচার চলাকালীন রাজপরিবার সংক্রান্ত প্রাক্তন একজন সম্পাদক ক্লাইভ গুডম্যান ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে বলেন, তিনি, হ্যারি ছাড়াও উইলিয়াম এবং উইলিয়ামের স্ত্রী কেটের ভয়েসমেইলগুলো হ্যাক করেছিলেন।
গুডম্যান বলেন, কেটের ফোন ১৫৫বার, উইলিয়ামের ৩৫বার এবং হ্যারির ফোন ৯বার হ্যাক হয়েছে।
তার বিবৃতিতে বলা হয়, ১৯৯০-এর দশকে যখন তার বাবা তার মা প্রিন্সেস ডায়ানার সাথে বিবাহিত ছিলেন সে সময় চার্লস এবং এখনকার রানী কনসর্ট ক্যামিলার মধ্যকার একটি “ঘনিষ্ঠ টেলিফোন কথোপকথনের” বিশদ বিবরণ প্রকাশের ফলে সুনামের যে ক্ষতি তা বাকিংহাম প্যালেস “যেকোনো মূল্যে এড়াতে চেয়েছিল”।