বিস্ফোরক সমেত হামলা চালানোর পরিকল্পনা করছে সন্দেহে, ইসলামিক চরমপন্থা দ্বারা অনুপ্রাণিত সিরিয়ার এক ব্যক্তিকে আটক করেছে জার্মান কর্তৃপক্ষ। মঙ্গলবার একথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
জার্মানীর ফেডারেল পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গ থেকে মঙ্গলবার ভোরে ২৮ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করে কর্মকর্তারা।
তদন্তকারীরা বলছেন, আটককৃত ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে, তিনি অনলাইনে এমন কিছু পদার্থ পাওয়ার চেষ্টা করছেন, যা তাকে "বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য" একটি বিস্ফোরক বেল্ট তৈরি করতে সাহায্য করবে।
পুলিশ বলছে, ওই ব্যক্তি তার ২৪ বছর বয়সী ভাই, যিনি জার্মানির দক্ষিণের শহর কেম্পটেনে বসবাস করেন, তার কিছু পদক্ষেপে উত্সাহিত এবং তাকে সমর্থন করেন। তাদের কারো নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের "উগ্র ইসলামপন্থী এবং জিহাদি" দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত বলে বর্ণনা করা হয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, পরিকল্পিত হামলার জন্য সুনির্দিষ্ট কোনও লক্ষ্য নির্দেশ করে, এমন কোনও তথ্য তাদের কাছে নেই।
কর্মকর্তারা জানিয়েছেন, হামবুর্গ এবং কেম্পটেনে থাকা তাদের সম্পত্তি তল্লাশি করেছে পুলিশ। সে সময় তারা রাসায়নিক পদার্থসহ বিভিন্ন রকম প্রমাণাদী জব্দ করেছে। প্রায় ২৫০ জন কর্মকর্তা ওই অভিযানে অংশ নেন।