অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানের মানবিক সংকট মোকাবেলায় দুর্যোগ প্রতিক্রিয়া দল মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র


পূর্ব সুদানের একটি ইউএসএআইডি বিতরণ কেন্দ্রে খাদ্য সংগ্রহ করছে শরণার্থীরা। সুদানে আবার সহিংসতা ছড়িয়ে পড়লে মানবিক কৌশল সমন্বয় করতে দুর্যোগ প্রতিক্রিয়া বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে ইউএসএআইডি; (ফাইল ফটো) ২৪ মার্চ ২০২১।
পূর্ব সুদানের একটি ইউএসএআইডি বিতরণ কেন্দ্রে খাদ্য সংগ্রহ করছে শরণার্থীরা। সুদানে আবার সহিংসতা ছড়িয়ে পড়লে মানবিক কৌশল সমন্বয় করতে দুর্যোগ প্রতিক্রিয়া বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে ইউএসএআইডি; (ফাইল ফটো) ২৪ মার্চ ২০২১।

যুদ্ধাক্রান্ত সুদানের মানবিক কার্যক্রম সমন্বয় করতে, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ঐ অঞ্চলে একটি দুর্যোগ প্রতিক্রিয়া বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে। ইউএসএআইডি প্রধান সামান্থা পাওয়ার রবিবার একথা জানিয়েছেন।

এক বিবৃতিতে পাওয়ার বলেন, বিপর্যয় সহায়তা প্রতিক্রিয়া টিম প্রাথমিক পর্যায়ে কেনিয়ার বাইরে কাজ করবে। তিনি আরো জানান, বিশেষজ্ঞরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং অংশীদারদের সাথে অগ্রাধিকার চাহিদা চিহ্নিত করতে এবং নিরাপদের মানবিক সহায়তা প্রদান করতে কাজ করছে।

সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে আট দিন আগে লড়াই শুরু হলে সুদানে মানবিক সংকট দেখা দেয়। এই লড়াইয়ে শত শত মানুষ নিহত হন এবং লাখ লাখ সুদানি নাগরিক মৌলিক পরিষেবা ছাড়াই আটকা পড়েন।

সুদানের এই আকস্মিক যুদ্ধ-সংঘাত দেশটিতে আবার বেসামরিক শাসনে ফিরে যাওয়ার পরিকল্পনাকে ব্যাহত করে। আর, ইতোমধ্যেই দরিদ্র দেশটিকে মানবিক বিপর্যয়ে ঠেলে দেয়। এই পরিস্থিতি, একটি বৃহত্তর সংঘাতের হুমকি সৃষ্টি করেছে; যা বাইরের শক্তিগুলোকে আকর্ষণ করতে পারে।

সামান্থা পাওয়ার রবিবার যুদ্ধরাত দলগুলোকে মুসলিম ঈদ-উল-ফিতরের ছুটির জন্য যুদ্ধবিরতি মেনে চলার জন্য আবারো আহবান জানান।তিনি তাদের প্রতি যুদ্ধ শেষ করতে এবং ত্রাণ ও চিকিৎসা কর্মীদের নিরাপদ ও বাধাহীন প্রবেশ নিশ্চিত করতে, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র শনিবার খার্তুমে তাদের দূতাবাস থেকে তাদের সরকারি কর্মীদের সরিয়ে নিয়েছে এবং নিরাপত্তা ঝুঁকির কারণে দূতাবাসের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করেছে।

XS
SM
MD
LG