অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ায় ধর্মগোষ্ঠীর সদস্যদের মৃতের সংখ্যা ৪৭-এ উন্নীত


দক্ষিণ-পূর্ব কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির কাছে শাকাহোলা গ্রামে একটি ধর্ম-গোষ্ঠীর শিকারদের মৃতদেহ ট্রাকে তুলছেন পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা; ২৩ এপ্রিল ২০২৩।
দক্ষিণ-পূর্ব কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির কাছে শাকাহোলা গ্রামে একটি ধর্ম-গোষ্ঠীর শিকারদের মৃতদেহ ট্রাকে তুলছেন পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা; ২৩ এপ্রিল ২০২৩।

কেনিয়ার পুলিশ বলেছে, একটি ধর্ম-গোষ্ঠীর গুরু ৪৭ জন সদস্যকে নিশ্চয়তা দিয়েছিলেন যে তারা যদি না খেয়ে মারা যান, তবে যিশুর সাক্ষাৎ পাবেন। এরা সকলেই মারা গেছেন।

অনুসন্ধান দলগুলো রবিবার উপকূলীয় শহর মালিন্দিতে ধর্মগুরুর বাড়িতে অগভীর কবরে ২৬টি মৃতদেহ খুঁজে পায়।গত সপ্তাহে এই মরদেহগুলো খুঁজে পওয়ার পর থেকে মৃতের সংখ্যা বাড়তে থাকে।

গুড নিউজ ইন্টারন্যাশনাল গির্জার প্রধান পল ম্যাকেঞ্জি এনথেঞ্জ তার শিষ্যদের বলেন, তারা যদি অনাহারে মারা যায় তবে তারা যিশুর সাথে সাক্ষাৎ করতে পারবে। শিষ্যদের অনেকেই তার এই কথা বিশ্বাস করেন।

পুলিশ সূত্র পেয়েছিলো যে, ধর্মগুরুর বাড়িতে আরো ভুক্তভোগী আছেন। পুলিশ যখন সেই স্থানে অভিযান চালায়, তখন তারা ১৫ জন দুর্বল হয়ে যাওয়া ব্যক্তিকে দেখতে পায়। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, গির্জার অন্য সদস্যরা কর্তৃপক্ষের কাছ থেকে লুকিয়ে রয়েছেন।গির্জা প্রধানকে আটক করেছে পুলিশ।

XS
SM
MD
LG