আগামী মে মাসে জার্মানিতে পৌঁছাবে যুক্তরাষ্ট্রের তৈরি এম-ওয়ান এ-ওয়ান আব্রামস ট্যাংক। ট্যাংগুলো সেখানে পৌঁছার পর পরই ইউক্রেনীয়রা তাদের প্রশিক্ষণ শুরু করবে।যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আগামী মাসে একত্রিশটি আব্রামস ট্যাংক জার্মানির গ্রাফেনওহর-এর একটি ঘাঁটিতে পৌঁছাবে; যাতে, ইউক্রেনীয়রা এই ধরণের ট্যাংক পরিচালনা সংশ্লিষ্ট ১০ সপ্তাহের প্রশিক্ষণ কোর্স শুরু করতে পারে।এর বাইরে, হাতে কলমে যুদ্ধের অনুরূপ প্রশিক্ষণ (ফোর্স-অন-ফোর্স ট্রেনিং) এবং রক্ষণাবেক্ষণ কোর্সগুলো অনুষ্ঠিত হবে জার্মানির গ্রাফেনওহর বা হোহেনফেলস-এর অন্য একটি ঘাঁটিতে।নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে একথা জানান কর্মকর্তারা।
কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রশিক্ষণে প্রায় ২৫০ জন ইউক্রেনীয় অংশ নেবেন।আর, ৩১টি আব্রামস ট্যাংক শরতের মধ্যে ইউক্রেনে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে প্রত্যাশিত সময়ের অনেক আগেই এগুলো সরবরাহ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার ইউক্রেন প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপের আরেকটি বৈঠকের আয়োজন করলে এই খবর প্রকাশিত হয়।বৈঠকে ৫০টির বেশি দেশের সামরিক নেতারা ইউক্রেনের সামরিক বাহিনীর বর্ম, বিমান প্রতিরক্ষা এবং গোলাবারুদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে আব্রামস জার্মানিতে পৌঁছাবে, শুক্রবার সংবাদ সম্মেলনে অস্টিন এমন ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।অস্টিনের মতে, গত কয়েক মাসে গ্রুপের সদস্যরা নয়টি অতিরিক্ত সাঁজোয়া ব্রিগেডকে সমর্থন করার জন্য যথেষ্ট সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্রদান করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনে ৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি নিরাপত্তা সহায়তা দিয়েছে। এটিকে অস্টিন একটি উস্কানিহীন এবং অপ্রতিরোধ্য আগ্রাসনমূলক যুদ্ধ বলে অভিহিত করেছেন।