ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে বেশিরভাগ মেয়েদের স্কুল লক্ষ্য করে, গ্যাস এবং রাসায়নিক হামলা অব্যাহত রয়েছে। বুধবার ভিওএ-এর ফার্সি সার্ভিস জানিয়েছে, এসব হামলার শিকার কয়েক ডজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।
ভিওএ-এর প্রাপ্ত প্রতিবেদন এবং সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও অনুসারে, ইরানের বিভিন্ন প্রদেশের অন্তত পাঁচটি স্কুলে রাসায়নিক গ্যাসের হামলা হয়েছে।
বেশিরভাগ মেয়েদের স্কুলে ধারাবাহিক বিষক্রিয়া গত বছরের ৩০ নভেম্বর কোম শহরে শুরু হয়েছিল এবং পরবর্তীতে তা সারা দেশে ছড়িয়ে পড়ে।
মার্চের মাঝামাঝি, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত ৬০টি স্কুলের ১২ শ’র বেশি ইরানী ছাত্রী হামলায় অসুস্থ হয়ে পড়েছে। তবে ইরানে মানবাধিকার কর্মীরা অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা সাত হাজারের বেশি বলে উল্লেখ করে।
মঙ্গলবার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, "ইচ্ছাকৃতভাবে ইরানের মেয়েদের স্কুল লক্ষ্য করে চালানো রাসায়নিক গ্যাস হামলার ফলে, লক্ষ লক্ষ স্কুলছাত্রীর শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনের অধিকার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।"
তবে শনিবার, একজন ইরানি কর্মকর্তা ছাত্রীদের দুষ্টুমিকে হামলার জন্য দায়ী করেছেন।
ইরান সরকারের জ্যেষ্ঠ সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনোল্লাহি বলেছেন, ছাত্রীদের উপর বিষ প্রয়োগ করা হয়েছে, এমন কোনো "দৃঢ় প্রমাণ" কারো হাতে নেই।