বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকার নালাকে নদ হিসেবে উল্লেখ করায় এবং অবসরপ্রাপ্ত মেজর ইউনুস আলীকে হেয় করে খবর প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা শেয়ারের ঘটনায়, প্রথম আলো পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন অবসরপ্রাপ্ত মেজর ইউনুস আলী।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন; প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব বসুনিয়া, রিপোর্টার জহির রায়হান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ। মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামছুল হুদা বলেন, “অবসরপ্রাপ্ত মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী একজন সম্মানিত ব্যক্তি ও জাতির শ্রেষ্ঠ সন্তান। দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে একজন সম্মানিত ব্যক্তির সম্মানহানি করা হয়েছে।” তিনি আরো বলেন, “আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায়বিচার পাবো।”
মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি রাজারহাট এলাকার চাকির পশার নামে নালাকে নদ উল্লেখ করে তিনটি সংবাদ প্রথম আলোতে প্রকাশিত হয়। এছাড়া মামলার বাদী অবসরপ্রাপ্ত মেজর ইউনুস আলীকে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়।