প্রতিশ্রুতি অনুযায়ী, সোভিয়েত যুগের ১৩টি মিগ-২৯ যুদ্ধ-বিমানের বাকি ৯টি ইউক্রেনকে সরবরাহ করেছে স্লোভাকিয়া। স্লোভাক প্রতিরক্ষা মন্ত্রক সোমবার এ কথা জানিয়েছে। স্লোভাক মন্ত্রক জানিয়েছে, নিরাপত্তার কারণে এক জটিল রসদ সরবরাহ ব্যবস্থার মাধ্যমে যুদ্ধবিমানগুলো স্থলপথে পাঠানো হয়েছে।
এর আগে, ২৩ মার্চ, প্রথম চালানের চারটি যুদ্ধবিমান ইউক্রেনীয় বিমানচালকরা স্লোভাকিয়া থেকে উড়িয়ে নিয়ে গিয়েছিলো। এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী জারোস্লাভ নাদ বলেছেন,''আমরা যথার্থ কাজ করছি।''
রাশিয়ার আগ্রাসন থেকে আত্মরক্ষার জন্য যুদ্ধবিমান চেয়ে ইউক্রেনের সাহায্যের আবেদনের জবাবে স্লোভাকিয়া সরকার তাদের সোভিয়েত যুগের সমগ্র মিগ-২৯ বিমানবহর ইউক্রেনকে দেয়ার পরিকল্পনা অনুমোদন করে ১৭ মার্চ। স্লোভাকিয়া হলো ইউক্রেনকে এ ধরনের সাহায্যকারী দ্বিতীয় নেটো সদস্য রাষ্ট্র।
যন্ত্রাংশ এবং মেরাততের জন্য বিশেষজ্ঞ ও জ্ঞানের অভাবে, গ্রীষ্মকালে মিগ বিমানগুলোকে আর না চালানোর সিদ্ধান্ত নেয় স্লোভাকিয়া। তখন, স্লোভাকিয়ার আকাশ প্রতিরক্ষায় এগিয়ে আসে প্রতিবেশী নেটো সদস্য-রাষ্ট্র পোল্যান্ড ও চেক রিপাবলিক।
মিগ-২৯ বিমানের বদলে অন্য কোন বিমান স্লোভাকিয়ায় আসতে আরো বছর খানেক লেগে যেতে পারে। এর আগে, ১৪টি এফ-১৬ ব্লক ৭০/৭২ যুদ্ধ বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে স্লোভাকিয়। এরপর, বিমানগুলোর সরবরাহ দুই বছর পিছিয়ে যায়। আশা করা হচ্ছে, ২০২৪ সালের প্রথম দিকে সেই চুক্তির আওতায় প্রথম বিমান স্লোভাকিয়ায় পৌঁছাবে।
ইউক্রেনকে দেয়া যুদ্ধ-বিমানের ক্ষতিপূরণ হিসেবে স্লোভাকিয়াকে ১২টি নতুন সামরিক হেলিকপ্টার দিতে চাইছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব অনুযায়ী, ১শ’ কোটি ডলার মূল্যের বেল এএইচ-১জেড আক্রমণ সক্ষম হেলিকপ্টারের জন্য স্লোভাকিয়া দেবে ৩৪ কোুটি ডলার। বাকি ৬৬ কোটি ডলার ভর্তুকি দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সামরিক অর্থায়ন তহবিল।