অ্যাকসেসিবিলিটি লিংক

অধিকার গোষ্ঠীগুলোর মতে ২০১৫ সালের পর ইরানে মৃত্যুদণ্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে


ইরানের এক প্রতিবাদকারী
ইরানের এক প্রতিবাদকারী

দুটি মানবাধিকার গোষ্ঠীর প্রকাশিত এক প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়েছে, ইরান গত বছর অন্ততঃ ৫৮২ জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। যা ২০১৫ সালের পর দেশটিতে সর্বোচ্চ।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস এবং প্যারিস ভিত্তিক টুগেদার এগেনস্ট দ্য ডেথ পেনাল্টি জানিয়েছে, আগের বছরের তুলনায় মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৭৫ শতাংশ বেড়েছে।

গোষ্ঠীগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরান ক্ষমতা ধরে রাখার জন্য জনগণকে ভয় দেখানো ও তাদের উপর নিপীড়নের উপায় হিসেবে মৃত্যুদণ্ডকে (হাতিয়ার রূপে) ব্যবহার করছে।

প্রতিবেদনে বলা হয়, যে সকল মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার প্রায় অর্ধেকই ছিল হত্যার অভিযোগের।

পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া বিক্ষোভের কথা উল্লেখ করে মানবাধিকার গোষ্ঠীগুলি বলেছে, চারজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং আরও ১০০ জন 'মৃত্যুদণ্ডের অভিযোগ, সাজা ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন।

XS
SM
MD
LG