অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিশেষ ধনী গোষ্ঠীর আর্থিক নেটওয়ার্ককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিষেধাজ্ঞা


রাশিয়ার বেলগোরড অঞ্চলের গুবকিনে লেবেডিনস্কি জিওকে মাইনিং প্ল্যান্টে রুশ ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলিশার উসমানভ (বামে) পুতিনের সাথে কথা বলার সময় । (মিখাইল ক্লেমেটেড,স্পুটনিক, এপির মাধ্যমে) ফাইল ছবি।
রাশিয়ার বেলগোরড অঞ্চলের গুবকিনে লেবেডিনস্কি জিওকে মাইনিং প্ল্যান্টে রুশ ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলিশার উসমানভ (বামে) পুতিনের সাথে কথা বলার সময় । (মিখাইল ক্লেমেটেড,স্পুটনিক, এপির মাধ্যমে) ফাইল ছবি।

বুধবার যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন রাশিয়ার বিশেষ ধনী ক্ষমতাশালী আলিশার উসমানভ এবং রোমান আব্রামোভিচকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মস্কোর এই দুজন ধনী ব্যবসায়ীর আর্থিক নেটওয়ার্ককে লক্ষ্য করে আরোপ করা হয়েছে।

গত বছর ইউক্রেনে ক্রেমলিনের আগ্রাসনের পর থেকেই উসমানভ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার শিকার হয়েছেন। আব্রামোভিচ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়ার তেল এবং অ্যালুমিনিয়ামের শিল্পে ভাগ্য গড়েছিলেন। গত বছর তার ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পরে তিনি চেলসি ফুটবল ক্লাব বিক্রি করতে বাধ্য হন।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র এবং অর্থ বিভাগ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সাথে যুক্ত ২০টির বেশি দেশ এবং অঞ্চলজুড়ে ১২০টি সংস্থা এবং ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছে। ব্রিটেন ১৪ ব্যক্তি এবং সত্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

অর্থ বিভাগ হাঙ্গেরির বুদাপেস্টে রাশিয়া নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংকেরও দৃষ্টান্ত তুলে ধরে । ব্যাংকের তিনজন বর্তমান বা প্রাক্তন নির্বাহী- রুশ নাগরিক নিকোলে নিকোলায়েভিচ কসোভ এবং জর্জি নুগজারোভিচ পোটাপভ এবং সেইসাথে হাঙ্গেরির নাগরিক ইমরে লাজলোকজকির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উল্লেখ করেন, নতুন নিষেধাজ্ঞাগুলো অল রাশিয়ান চিলড্রেন্স এন্ড ইয়ুথ মিলিটারি আর্মি এবং ক্রাইমিয়া প্যাট্রিয়ট সেন্টার রিপাবলিকের অতিরিক্ত শিক্ষার রাজ্য বাজেট শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কার্যকর হবে।

XS
SM
MD
LG