অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল প্রদেশ সফর, সমালোচনা করেছে চীন


মোটরবাইক আরোহীরা উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং-এর বরফাবৃত হিমালয় অঞ্চলের সেলা গিরিপথ পার হচ্ছে ; ৫ এপ্রিল ২০২৩ তোলা ছবি।
মোটরবাইক আরোহীরা উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং-এর বরফাবৃত হিমালয় অঞ্চলের সেলা গিরিপথ পার হচ্ছে ; ৫ এপ্রিল ২০২৩ তোলা ছবি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল প্রদেশে সফরের তীব্র বিরোধিতা করেছে চীন। ঐ এলাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই কার্যক্রম চীনের আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছে বেইজিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক সংবাদ সম্মেলনে একথা জানান।

ভারত পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলকে নিজেদের প্রদেশ হিসেবে বিবেচনা করে।আর, চীন অরুণাচলকে তার অংশ বলে দাবি করে। সম্প্রতি চীন সেখানকার কিছু জায়গার নাম পরিবর্তন করেছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “জাংনান চীনের এলাকা।” তিনি বলেন, “জাংনানে ভারতীয় কর্মকর্তার সফর চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং এটি সীমান্তে শান্তি-প্রশান্তি বজায় রাখার পরিপন্থী।”

বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে চীন এবং ভারতের মধ্যে বেশ কয়েকটি লড়াই হয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য অঞ্চলগুলোতে সংঘর্ষের কারণ দেশ দুটির সম্পর্কের মধ্যে ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়।

XS
SM
MD
LG