অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ানের কাছে সামরিক মহড়া শুরু করেছে চীন


চীনের সিসিটিভিতে প্রচারিত ভিডিও ফুটেজ থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, একটি চীনা যুদ্ধবিমান অনির্দিষ্ট স্থানে মাঝ আকাশে জ্বালানি ভরছে; ৮ এপ্রিল, ২০২৩।
চীনের সিসিটিভিতে প্রচারিত ভিডিও ফুটেজ থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, একটি চীনা যুদ্ধবিমান অনির্দিষ্ট স্থানে মাঝ আকাশে জ্বালানি ভরছে; ৮ এপ্রিল, ২০২৩।

চীন শনিবার জানিয়েছে, তারা তাইওয়ানের কাছে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়াকে ব্যাপকভাবে, যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাককার্থির সাথে তাইওয়ানের প্রেসিডেন্টের সাম্প্রতিক বৈঠকের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে চীনা সামরিক বাহিনী বলেছে, তাইওয়ানের চারপাশে যুদ্ধ প্রস্তুতি টহল এবং “যৌথ তরবারি” (জয়েন্ট সোর্ড) মহড়া পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে। এটি “তাইওয়ানের স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত শক্তির যোগসাজশ ও উস্কানির প্রতি একটি গুরুতর সতর্কবার্তা”।

সামরিক বাহিনী বলছে,"চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য এমন মহড়া পরিচালনা প্রয়োজনীয়।"

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার জানিয়েছে, দ্বীপের চারপাশে আটটি চীনা যুদ্ধজাহাজ এবং ৪২টি যুদ্ধবিমান চিহ্নিত করা হয়েছে। মোতায়েন করা কিছু জাহাজ, এই দ্বীপকে মূল ভূখণ্ড থেকে পৃথককারী প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এই মহড়ার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, চীনের কাছ থেকে লাগাতারভাবে কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদের হুমকি মোকাবেলা করা সত্বেও, তাইওয়ান যুক্তরাষ্ট্র ও অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে কাজ করবে।

চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে।আর, তাইওয়ান দাবি করে যে তারা স্বাধীন।

যুক্তরাষ্ট্রের একটি "এক চীন" নীতি রয়েছে। এই নীতি, তাইওয়ানকে চীনের অংশ বলে বেইজিং-এর দাবিকে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র মনে করে তাইওয়ানের অবস্থান এখনো নির্ধারণ করা হয়নি। আর, স্ব-শাসিত দ্বীপটি যাতে নিজেকে রক্ষা করতে পারে, সে লক্ষ্যে সামরিক সহায়তা প্রেরণ করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রায়শই বলেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিক ভাবে সুরক্ষা দেবে। যদিও ওয়াশিংটন বলছে, তার এক চীন নীতি পরিবর্তন হয়নি।

গত বছর সাই তাইওয়ানে তৎকালীন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি-কে স্বাগত জানান। এর পরই চীন স্বশাসিত দ্বীপটির চারপাশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড়, প্রকৃত যুদ্ধাস্ত্র ব্যবহার করে (লাইভ-ফায়ার) সামরিক মহড়া পরিচালনা করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স দ্বারা নেয়া হয়েছে।

.

XS
SM
MD
LG