অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের শস্য আমদানির প্রতিবাদে রোমানিয়ার কৃষকরা সীমান্ত অবরোধ করেছে


রোমানিয়ার টিমিস কাউন্টির রেমেতিয়া মারেতে শস্যের দাম নিয়ে প্রতিবাদ করার সময় রোমানিয়ার কৃষকরা নাদলাক কাস্টমসের পথে তাদের ট্রাক্টর নিয়ে সাড়িদিয়ে দাঁড়িয়। ৭ এপ্রিল ২০২৩, রয়টার্স
রোমানিয়ার টিমিস কাউন্টির রেমেতিয়া মারেতে শস্যের দাম নিয়ে প্রতিবাদ করার সময় রোমানিয়ার কৃষকরা নাদলাক কাস্টমসের পথে তাদের ট্রাক্টর নিয়ে সাড়িদিয়ে দাঁড়িয়। ৭ এপ্রিল ২০২৩, রয়টার্স

ইউক্রেনের শস্য আমদানির পরিপ্রেক্ষিতে শুক্রবার রোমানিয়া জুড়ে হাজার হাজার কৃষক বিক্ষোভ করেছে। কৃষকরা ট্র্যাক্টর এবং ট্রাক দিয়ে ট্র্যাফিক এবং সীমান্তের চেকপয়েন্টগুলি অবরোধ করেছে এবং ইউরোপীয় কমিশনকে বিষয়টিতে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

২০২৪ সালের জুন পর্যন্ত ইউক্রেন থেকে শস্য আমদানির ক্ষেত্রে শুল্ক ফি অব্যাহতি দেওয়ার কারণে সস্তায় এবং প্রচুরপরিমাণে শস্য আসার কারণে মধ্য ও পূর্ব ইউরোপের কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং এর ফলে স্থানীয় উৎপাদনকারীদের শস্যের দাম এবং শস্য বিক্রয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য রফতানিকারক দেশে। রাশিয়া ২০২২ সালে ফেব্রুয়ারী মাসে ইউক্রেন আক্রমণের পর থেকে কৃষ্ণ সাগরে অবস্থিত বন্দরগুলি অবরুদ্ধ হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ পোল্যান্ড এবং রোমানিয়ার মধ্য দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির বিকল্প শিপিং রুট করা হয় যাকে ইইউ সমর্থিত "সংহতি লেন" বলা হয় ।

কিন্তু ইউরোপীয় ইউনিয়নে উৎপাদিত শস্যের তুলনায় সস্তা লাখ লাখ টন শস্য কাছের প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে।

এ সপ্তাহে পোল্যান্ডের কৃষিমন্ত্রী হেনরিক কোভালজিক পদত্যাগ করেছেন। পোল্যান্ড ও বুলগেরিয়ার কৃষকরাও বিক্ষোভ করেছে।

রাজধানী বুখারেস্টে প্রায় দুই শত কৃষক শুক্রবার ইউরোপীয় কমিশনের স্থানীয় সদর দপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ব্যানার বহন করে যেখানে লেখা ছিল: “ আমরা ইইউ নিয়মকে সম্মান করি কিন্তু ইইউ আমাদের উপেক্ষা করেছে।” “এই পথ দিয়ে এসব আর যেতে পারবে না" এবং এটা "রোমানিয়ান কৃষকদের স্থিতিশীলতার”জন্য ।

সারা দেশে হাজার হাজার কৃষক ট্র্যাক্টর, ট্রাক এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে।

XS
SM
MD
LG