অ্যাকসেসিবিলিটি লিংক

অসুস্থতা থেকে ফিরে পাম সানডে প্রার্থনায় নেতৃত্ব দিলেন পোপ ফ্রান্সিস


ভ্যাটিকানের পল-সিক্স হলে সাপ্তাহিক প্রার্থনা সভায় অংশ নিচ্ছেন পোপ ফ্রান্সিস; ৪ জানুয়ারী, ২০২৩। (ফাইল ছবি)
ভ্যাটিকানের পল-সিক্স হলে সাপ্তাহিক প্রার্থনা সভায় অংশ নিচ্ছেন পোপ ফ্রান্সিস; ৪ জানুয়ারী, ২০২৩। (ফাইল ছবি)

ব্রংকাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ ফ্রান্সিস।হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১ দিন পর পোপ ফ্রান্সিস পাম সানডে প্রার্থনায় নেতৃত্ব দেন এবং দরিদ্র, একাকী ও অসুস্থ মানুষকে আরো ভালো করে যত্ন নিতে সমগ্র বিশ্বের প্রতি আহ্বান জানান।

পোপ ফ্রান্সিস সেইন্ট পিটার্স স্কয়ারে আসেন একটি ছাদ খোলা সাদা গাড়িতে করে। এখানে আসার সময় হাজার হাজার মানুষ পাম ও জলপাই (অলিভ)ডাল নাড়িয়ে তাকে স্বাগত জানায়।পরে তিনি একটি প্রাচীন মিশরীয় স্তম্ভের নিচে দাঁড়িয়ে প্রার্থনায় নেতৃত্ব দেন।

৮৬ বছর বয়সী পোপ বুধবার শ্বাসকষ্ট জনিত কারণে রোমের গেমেল্লি হাসপাতালে ভর্তি হন।তবে অ্যান্টিবায়োটিক ইনজেকশন প্রয়োগের পর তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং শনিবার ভ্যাটিকানের বাসস্থানে ফিরে আসেন।

তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ কমাতে ভ্যাটিকান জানিয়েছে, তিনি এ সপ্তাহে ইস্টার সংক্রান্ত অনুষ্ঠানে পূর্ণ মাত্রায় অংশ নেবেন। উল্লেখ্য, খোলা আকাশের নিচে পাম সানডে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় ইস্টারের অনুষ্ঠান মালা; যা রোমান ক্যাথলিক চার্চের ক্যালেন্ডারের সবচেয়ে ব্যস্ত সময়।

বসন্তের স্তিমিত সূর্যালোকে সমবেত ৩০ হাজারের বেশি ভক্তের উদ্দেশে, লাল ধর্মীয় পোশাক পরিহিত পোপ শান্ত কিন্ত পরিষ্কার কণ্ঠে বক্তব্য দেন। সেখানে দেয়া বক্তব্যে পোপ, গভীর দুর্দশা ও একাকীত্বের মধ্যে থাকা মানুষদের অবজ্ঞা না করতে সকল মানুষের প্রতি আহ্বান জানান।

মার্চে পোপের বর্তমান পদে ১০ বছর মেয়াদ পূর্ণ হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দরিদ্র ও অভিবাসীদের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে আসছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েক বার অসুস্থ হয়েছেন। তার অসুস্থতার মধ্যে রয়েছে, হাঁটুতে ভয়াবহ ব্যথা।এ কারণে তিনি লাঠিতে ভর করে অথবা হুইলচেয়ারে বসে জনসম্মুখে উপস্থিত হয়েছেন।

পবিত্র বৃহস্পতিবারে ফ্রান্সিস রোমের একটি কারাগারে গণপ্রার্থনায় অংশ নেবেন। তবে, রোমের প্রাচীন কলোসিয়ামের চারপাশে ঐতিহ্যবাহী গুড ফ্রাইডে ভায়া ক্রুসিস (ওয়ে অফ দ্য ক্রস)শোভাযাত্রায় তিনি অংশ নেবেন কি-না তা এখনো নিশ্চিত নয়।

বিশ্বে প্রায় ১৪০ কোটি রোমান ক্যাথলিক অনুসারী রয়েছেন। পোপ তাদের প্রধান।তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় দিনপঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ইস্টার সানডেতে, প্রার্থনায় সভাপতিত্ব করবেন। সেখানে তিনি তার "উরবি এট অরবি" [শহর এবং বিশ্বের জন্য] বার্তাটি পাঠ করবেন বলে আশা করা হচ্ছে।

XS
SM
MD
LG