বুধবার আজারবাইজানের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ইরানের কট্টর সমালোচক এক আইনপ্রণেতা তার নিজ বাসভবনে গুলির আঘাতে আহত হওয়ার পর তারা “জঙ্গি হামলার ঘটনার” তদন্ত করছে।
নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানায়, পার্লামেন্ট সদস্য ফাজিল মুস্তাফা মঙ্গলবার রাতে কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের গুলিতে ঘাড়ে ও উরুতে আঘাত পেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, তার জীবনের ঝুঁকি নেই এবং ইতোমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়া চালু হয়েছে।
আজারবাইজানের সংবাদমাধ্যম হাক্কিন ডট এজেড মুস্তাফার (৫৭) বরাত দিয়ে জানায়, গ্যারেজে গাড়ি ঢোকানোর সময় তাকে ২টি বুলেট আঘাত হানে। মুস্তাফা হাসপাতালে ভর্তি অবস্থায় এ তথ্য দেন।
রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা উল্লেখ তাদের বিবৃতিতে উল্লেখ করে, মুস্তাফা আজারবাইজানের প্রতিবেশী দেশ ইরান বিষয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।
ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলে আজারবাইজানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসংখ্য মানুষ বসবাস করলেও সাম্প্রতিক সময়ে ২ দেশের মাঝে সম্পর্কের অবনতি হয়েছে। জানুয়ারিতে তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসের নিরাপত্তা বিভাগের প্রধান মারা গেলে “জঙ্গি হামলার” অভিযোগ তুলে দূতাবাস বন্ধ করে দেয় আজারবাইজান কতৃপক্ষ।
একইসঙ্গে আজারবাইজান তেহরানের প্রতিপক্ষ ইসরাইলের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। বুধবার বাকুতে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের দূতাবাস চালু হয়েছে।
বুধবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, তিনি আশা করেন ইরান ও আজারবাইজানের মাঝে থাকা “সমস্যার” দ্রুত নিরসন হবে। উভয় দেশের সঙ্গে রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে।