অ্যাকসেসিবিলিটি লিংক

বিক্ষোভের ডাক দিয়েছেন কেনিয়ার বিরোধীদলীয় নেতা


নাইরোবির কিবেরা বস্তিতে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার ডাকা গণ সমাবেশের সময় একজন বিক্ষোভকারী জ্বলন্ত ব্যরিকেডের পাশে তার প্রতিক্রিয়া প্রকাশ করছেন; ২৭ মার্চ, ২০২৩।
নাইরোবির কিবেরা বস্তিতে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার ডাকা গণ সমাবেশের সময় একজন বিক্ষোভকারী জ্বলন্ত ব্যরিকেডের পাশে তার প্রতিক্রিয়া প্রকাশ করছেন; ২৭ মার্চ, ২০২৩।

নাইরোবি এবং কেনিয়ার অন্যান্য শহরগুলো সোমবার নতুন করে সরকার বিরোধী বিক্ষোভের জন্য প্রস্তুতি নেয়। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের অধীনে জীবনযাত্রার ব্যয় ব্যাপক হারে বেড়ে যাওয়ায় এই বিক্ষোভের প্রস্তুতি শুরু হয়।

পুলিশ রবিবার বিক্ষোভ নিষিদ্ধ করে।তার পরও ওডিঙ্গা কেনীয়দেরকে যে কোনো উপায়ে বিক্ষোভে যোগ দিতে উৎসাহিত করেন।

রাজধানী নাইরোবিতে গত সোমবার বিক্ষোভে একজন নিহত হন।আর, বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে আহত হন কয়েক ডজন পুলিশ সদস্য।

কেনিয়ার রেলওয়ে রবিবার এক বিবৃতিতে বলেছে, “অনিবার্য পরিস্থিতির কারণে আগামীকালের জন্য নির্ধারিত কমিউটার ট্রেন পরিষেবা...... স্থগিত করা হয়েছে।”

প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে, কেনীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন ওডিঙ্গা।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG