অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচন: আওয়ামী লীগের প্রার্থী নোমান মাহমুদ


নোমান আল মাহমুদ। (ফাইল ছবি)
নোমান আল মাহমুদ। (ফাইল ছবি)

বাংলাদেশের জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নোমান আল মাহমুদ। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।শনিবার (২৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ব্যারিস্টার বড়ুয়া বলেন, “চট্টগ্রাম -৮ আসনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে মনোনয়ন দেয়া হয়েছে।”

আগামী ২৭ এপ্রিল এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশনে পাঠানো হলে, নির্বাচনের দিনক্ষণ ঠিক করে কমিশন।

এ আসনটি এর আগেও একবার শূন্য হয় ২০১৯ সালে। মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা মইন উদ্দিন খান বাদল ২০১৮ সালের সংসদ নির্বাচিত হন। তিনি ২০১৯ সালের ৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে জয়ী হয়েছিলেন মোছলেম উদ্দিন আহমদ।

XS
SM
MD
LG