অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবার রমজান শুরু হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব


ইন্দোনেশিয়ার জাকার্তায় রমজানের আগে একটি বিপণী কেন্দ্রের অভ্যন্তরে একটি স্টলে ক্রেতাদের জন্য একজন দোকানদার অপেক্ষা করছেন। ২০ মার্চ, ২০২৩।
ইন্দোনেশিয়ার জাকার্তায় রমজানের আগে একটি বিপণী কেন্দ্রের অভ্যন্তরে একটি স্টলে ক্রেতাদের জন্য একজন দোকানদার অপেক্ষা করছেন। ২০ মার্চ, ২০২৩।

ইসলামের পবিত্রতম স্থানের আবাস মক্কা এবং মদিনার দেশ সৌদি আরব ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ আদালত মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে, রমজানের আগে ইসলামিক ক্যালেন্ডারের মাস শাবান বুধবার শেষ হবে অর্থাৎ পরের দিন রমজান শুরু হবে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারের শুরুতে কর্তৃপক্ষ রমজানের শুরুর অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার চেষ্টা করার জন্য বাসিন্দাদেরকে আহ্বান জানিয়েছিল, কিন্তু চাঁদ দৃশ্যমান হয়নি।

কাতারের সরকারি সংবাদ সংস্থা টুইটারে বলেছে, প্রতিবেশী দেশ কাতারের সরকারি চাঁদ দেখা কমিটিও ঘোষণা করেছে, বৃহস্পতিবার “রমজান মাসের প্রথম দিন”।

.ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি হলো রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা ।

রোজাদার মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া-দাওয়া থেকে বিরত থাকেন এবং ঐতিহ্যগতভাবে পরিবার এবং বন্ধুদের সাথে সন্ধ্যায় তাদের রোজা ভাঙার জন্য একত্রিত হন।

সৌদি আরবে কঠোরভাবে রোজা পালন করা হয়। সেখানে রমজান মাসে সূর্যাস্ত অর্থাৎ ইফতার পর্যন্ত রেস্তুরেন্টগুলো বন্ধ থাকে।

এটি নামাজেরও বিশেষ সময়। বিশ্বাসীরা বিশেষ করে রাতে মসজিদে প্রচুর সংখ্যায় সমবেত হন।

পবিত্রতম মুসলিম মাস রমজানের শুরুর তারিখ নির্ধারণের জন্য চন্দ্র গণনা এবং বাস্তবে চাঁদ দেখা উভয় দ্বারা নির্ধারিত হয়।

XS
SM
MD
LG