অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ


ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শেষে সিরিজ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়রা ট্রফি নিয়ে পোজ দিচ্ছেন। ১৪ মার্চ, ২০২৩। (ছবি মুনির উজ জামান) / এএফপি)
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শেষে সিরিজ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়রা ট্রফি নিয়ে পোজ দিচ্ছেন। ১৪ মার্চ, ২০২৩। (ছবি মুনির উজ জামান) / এএফপি)

এক দুর্দান্ত পারফরম্যান্স-এর মধ্য দিয়ে, ক্রিকেটের টি-টোয়েন্টি ফরমেটে বর্তমান বিশ্ব চ্যাম্পয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতলো বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় শ্বাসরুদ্ধকর তৃতীয় ম্যাচে, টাইগার টিম ১৬ রানের জয় অর্জন করে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হতবাক করে দেয়।

আগের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, টাইগাররা শক্তিশালী হয়ে ফিরে আসে এই সিরিজে। ওয়ানডে সিরিজে পরাজয় বাংলাদেশের জন্য একটি অস্বাভাবিক ধাক্কা হলেও, টি-টোয়েন্টি সিরিজ জয় সেই বেদনা ভুলতে সহায়তা করে।

ম্যাচের পর ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন, “আমরা সিরিজ হেরে সত্যিই হতাশ; বাংলাদেশকে অভিনন্দন, তারা আমাদেরকে সম্পূর্ণরূপে ছাড়িয়ে গেছে। আমরা মাঠে কিছু সুযোগ মিস করেছি, যা হতাশাজনক।” তিনি আরো বলেছেন যে তারা ১০০ করার পর, দুটি উইকেট হারানোয় ম্যাচটি খারাপের দিকে মোড় নেয় এবং শেষ পর্যন্ত এরই মাশুল দিতে হয়েছে তাদের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাস ৫৭ বলে ১০টি চার ও এক ছক্কায় ৭৩ রান করেন। এর মধ্য দিয়ে প্রধম দুই উইকেট হারিয়ে টাইগাররা ১৫৮ রান করতে সক্ষম হয়। ২২ বলে তিনটি চারের সাহায্যে ২৪ রান করেন রনি তালুকদার।

স্বাগতিকদের বড় সংগ্রহের লক্ষ্যে শক্ত ভিত গড়ে দেন ওপেনাররা। রনি আউট হওয়ার পর লিটন ও শান্ত দায়িত্ব নেন এবং দলকে পথ দেখান। লিটনের আউট হওয়ার ফলে বাংলাদেশের গতি কমে যায় এবং শেষ ১৮ বলে শান্ত ও সাকিব আল হাসান বোর্ডে মাত্র ১৯ রান যোগ করেন।

জবাবে ব্যাট করতে নেমেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। তবে, সম্ভাবনাময় ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ডেভিড ম্যালান ও জস বাটলার জুটি ৭৬ বলে ৯৫ রান সংগ্রহ করেন। ১৩তম ওভারের পর, তারা এক উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছে। ১৭তম ওভারের পর তারা ১২৩ রান করতে গিয়ে, পাঁচ উইকেট হারায়।

জেতার জন্য সফরকারীদের শেষ দুই ওভারে দরকার ছিলো ৩১ রান।আর তা সংগ্রহ করতে তারা ব্যর্থ হন।১৯তম ওভারে বাংলাদেশের অধিনায়ক সাকিব মাত্র চার রান দিয়ে ইংল্যান্ডকে সিরিজ পরাজয়ের দিকে ঠেলে দেয়।

শেষ ওভারে হাসান মাহমুদের প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হাঁকে ইংলিশরা এবং তৃতীয় বলে একটি সিঙ্গেল রান হয়। শেষ তিন বলে তাই ইংল্যান্ডের তিনটি ছক্কা জরুরি হয়ে উঠে, কিন্তু তারা ব্যর্থ হয়। ম্যালান অর্ধশত রান করেন এবং বাটলার ইংল্যান্ডের হয়ে ৪০ রান করেন। সব মিলিয়ে তারা ছয় উইকেট হারিয়ে ১৪২ রান করে ১৬ রানে ম্যাচ হেরে যায়।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ২৬ রানে দুটি উইকেট নিয়েছেন এবং তানভীর, সাকিব ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট পেয়েছেন। মুস্তাফিজ এই ম্যাচে টি-টোয়েন্টিতে তার শততম উইকেট পূর্ণ করেছেন।

ম্যাচের পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, “আমরা এই সিরিজে সত্যিই ভাল খেলেছি, ব্যতিক্রমী ফিল্ডিং করেছি এবং এটি একটি বড় পরিবর্তন ছিলো।” রান সংগ্রহের জন্য লিটন, রনি ও শান্তকে কৃতিত্ব দিলেন সাকিব।

XS
SM
MD
LG