অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে গির্জায় গুলি চালিয়েছে এক বন্দুকধারী


উত্তর জার্মানির শহর হামবুর্গে গোলাগুলির পর পুলিশ একটি ভবন পরিদর্শন করছে; ৯ মার্চ, ২০২৩।
উত্তর জার্মানির শহর হামবুর্গে গোলাগুলির পর পুলিশ একটি ভবন পরিদর্শন করছে; ৯ মার্চ, ২০২৩।
জার্মানির হামবুর্গে পুলিশ বলেছে, বৃহস্পতিবার জিহোভা’স উইটনেস চার্চে গুলি চালানোর পেছনের উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধান অব্যাহত রয়েছে। একজন বন্দুকধারী ঐ গির্জায় গুলি চালায়। এতে বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়।
পুলিশ জানিয়েছে, "এই মুহূর্তে অপরাধের উদ্দেশ্য সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই।" আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি পুলিশ। তবে, জার্মানির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই তাণ্ডবে সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
পুলিশ বলছে, তাদের বিশ্বাস, বন্দুকধারীও নিহতদের মধ্যেই রয়েছেন এবং সে একাই গোলাগুলির ঘটনায় জড়িত ছিল।
চ্যান্সেলর ওলাফ শুলজ এই "নৃশংস সহিংসতার" নিন্দা করেছেন এবং বলেছেন যে, ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সদস্যদের জন্য তিনি প্রার্থনা করছেন।
জার্মানি সাম্প্রতিক বছরগুলোতে জিহাদি এবং চরম ডানপন্থী গোষ্ঠীগুলোর আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে।
XS
SM
MD
LG