বেলারুশের একটি আদালত শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ী আলেস বিয়ালিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।
বিয়ালিয়াতস্কি বেলারুশের একটি বিশিষ্ট মানবাধিকার গোষ্ঠী ভিয়াসনার প্রতিষ্ঠাতা। ২০২০ সালে বিতর্কিত নির্বাচনের ফলাফলের পর অস্থিরতা শুরু হলে, ভিয়াসনার পক্ষ থেকে বিক্ষোভকারীদের আইনি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঐ বিতর্কিত নির্বাচনে বেলারুশের ক্ষমতাধর প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পুননির্বাচিত হন। ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি এই পদে রয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কোকে প্রায়ই ইউরোপের “শেষ স্বৈরশাসক” হিসেবে অভিহিত করা হয়।
বিয়ালিয়াতস্কি বলেছেন, রাজনৈতিক কারণে তাকে নির্যাতন করা হচ্ছে।
বিয়ালিয়াতস্কি গত বছর আরো তিনজনের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সহ-প্রাপকের মধ্যে রয়েছে একটি রুশ এবং একটি ইউক্রেনীয় মানবাধিকার প্রতিষ্ঠান।