অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালির অভিবাসী বহনকারী নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে


ইতালির সংবাদ সংস্থা আনসা থেকে প্রাপ্ত এই ছবিটি ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তোলা। উদ্ধারকারীরা স্টেকাটো ডি কুটরো এলাকায় একটি জাহাজ ধ্বংসের জায়গায় একটি দেহ বহন করার ব্যাগ সরাচ্ছে;(ছবিঃ স্ট্রিংগার/এএনএসএ/এএফপি)।
ইতালির সংবাদ সংস্থা আনসা থেকে প্রাপ্ত এই ছবিটি ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তোলা। উদ্ধারকারীরা স্টেকাটো ডি কুটরো এলাকায় একটি জাহাজ ধ্বংসের জায়গায় একটি দেহ বহন করার ব্যাগ সরাচ্ছে;(ছবিঃ স্ট্রিংগার/এএনএসএ/এএফপি)।

ইতালির উপকূলে রবিবার শত শত অভিবাসী বহনকারী কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪ জনে দাঁড়িয়েছে।বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের খবরে বলা হয়েছে, সোমবার সমুদ্র থেকে অন্তত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বেঁচে যাওয়া ব্যক্তিরা বলছেন, তুরস্ক থেকে কয়েকদিন আগে যাত্রা শুরু করা জাহাজটিতে দেড়শ’ থেকে দুইশ’ যাত্রী ছিলো।৮০ জন এই ট্র্যাজেডি থেকে বেঁচে গেছেন। তবে, কর্মকর্তারা আশংকা করছেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। অভিবাসন প্রত্যাসীদের মধ্যে অনেকেই পাকিস্তান এবং আফগানিস্তানের বাসিন্দা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনজন পুরুষকে পাচারকারী সন্দেহে ইতালির কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে। তাদের একজন তুরস্কের এবং দুই জন পাকিস্তানের নাগরিক। ২০২২ সালে সমুদ্রপথে ১ লাখ ৫ হাজারের বেশি অভিবাসন প্রত্যাসী ইতালিতে এসেছেন। এদের বেশিরভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া থেকে আগত।

ইতালি, ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকে এ বিষয়ে পদক্ষেপ নিতে এবং কিছু অভিবাসীকে গ্রহণ করতে অনুরোধ করেছে; বিশেষ করে যারা ইতালিতে থাকতে চাইছেন না। এই সব অভিবাসন প্রত্যাসী বরং কাজের সন্ধানে অথবা পরিবারের সদস্যদের সাথে পুনরায় মিলিত হতে, ইউরোপের অন্য কোথাও যেতে আগ্রহী।

ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার একটি আইন অনুমোদন করেছে। এই আইনের আ্ওতায়, উদ্ধার কাজে সহায়তার জন্য মানবিক সহায়তা গোষ্ঠীর পক্ষ থেকে নৌকা মোতায়েন করার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG