ভিয়েতনামের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে নগুয়েন জুয়ান ফুকের নাটকীয় পদত্যাগের পর, চলতি সপ্তাহের শেষের দিকে দেশটির নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক ও সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদের এক বিশেষ বৈঠকে ৫২ বছর বয়সী ভো ভ্যান থুয়ংকে প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।
ভিয়েতনামে উল্লেখযোগ্য রাজনৈতিক উত্থানের সময় তার প্রত্যাশিত নিয়োগ হতে যাচ্ছে। ইতিমধ্যে সর্বময় ক্ষমতার অধিকারী কমিউনিস্ট পার্টির দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান এবং গোষ্ঠীগত লড়াইয়ের কারণে বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।
কর্তৃত্ববাদী ভিয়েতনাম, এই পার্টি দ্বারা পরিচালিত হলেও, আনুষ্ঠানিকভাবে দেশটি সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত হয়। থুয়ংকে সেক্রেটারি জেনারেল নগুয়েন ফু ত্রং এর ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। তিনি দলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এবং দুর্নীতি বিরোধী অভিযানের স্থপতি।
জাতীয় পরিষদের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, "দলের কেন্দ্রীয় কমিটি বুধবার বৈঠক করবে। আর, প্রায় ৫০০ সদস্যের জাতীয় পরিষদের চতুর্থ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।”
অন্য একটি সরকারি সূত্র জানিয়েছে, "নিশ্চিতভাবেই জাতীয় পরিষদ প্রেসিডেন্ট পদে ভোট দেওয়ার জন্য বৈঠকে বসছে। আর ভোট দেওয়ার কথা রয়েছে ভো ভ্যান থুয়ংকে।”
থুয়ং ২০২১ সাল থেকে দুর্নীতি ও নেতিবাচক ঘটনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির উপ-প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান। এটি এমন একটি পদ, যার বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের ওপর একটি শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে।