মৌসুমের একেবারে শেষের দিকে আসা ভারী তুষারপাতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তুষার ঝড় নিত্যযাত্রীদের সকালটাকে খারাপ করে দেয়। উত্তর-পূর্বাঞ্চল এবং ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের চলাচলের জন্য বরফ খুঁড়তে হয়।কিছু কিছু জায়গায় ঘরবন্দী হয়ে পড়েন মানুষ।
আঞ্চলিক মাপকাঠিতে এটা খুব বড় আকারের ঝড় নয়। তবে, উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা মাঝারি শীতের এই মৌসুমে এমন তুষারপাত দেখছেন।আর, এটা তাদের জন্য হতে পাারে একটা উল্লেখযোগ্য ঘটনা। তুষারঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বোস্টনে। তবে মঙ্গলবার এ অঞ্চলের নিত্যযাত্রীরা বাইরে যেতে শুরু করতে পেরেছেন।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটসহ উত্তর-পূর্ব অঞ্চলের কিছু অংশ, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও রোড আইল্যান্ড অঞ্চলে শীতকালীন ঝড়ের সতর্কবাণী দেওয়া হয়। সঙ্গে ছিলো মঙ্গলবার বিকেল পর্যন্ত ভারী তুষারপাতের পূর্বাভাষ।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের যতগুলো ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়, তার বেশিরভাগই ছিল উত্তর-পূর্বাঞ্চলে। ফ্লাইটএওয়্যারডটকম এর দেওয়া তথ্য অনুযায়ী, সেদিন যুক্তরাষ্ট্রে ৪৫০ ফ্লাইট বাতিল হয় এবং ৫০০ ফ্লাইট বিলম্বিত হয়।
দেশের অপর প্রান্তে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দারাও ভোগান্তিতে পড়েছেন।সর্বশেষ তুষার ঝড়ের পর, লস অ্যাঞ্জেলেসের পূর্বে অবস্থিত স্যান বার্নারডিনো কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সপ্তাহান্তে, পার্বত্য অঞ্চলের অনেক বাসিন্দা সেখানে তাদের নিজ নিজ বাড়িতে আটকা পড়েন। কেটিএলএ-টিভি জানায়, বড় আকারের তুষার ঝড়ের কারণে শত শত গাড়িচালক উঁচু জায়গায় আটকে আছেন।
গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ঝড়ের ধকল সামলে ওঠার আগেই, ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অংশে নতুন করে বেশ কয়েকটি ঝড় আঘাত হানে। এর ফলে, ডিসেম্বর ও জানুয়ারির ঝড়ে সৃষ্ট বড় আকারের বরফস্তুপের সঙ্গে আরো বরফ যুক্ত হয়েছে।
আগেই লস অ্যাঞ্জেলেস-এর উত্তরের উপত্যকা ও পার্বত্য অঞ্চলে ঠাণ্ডা আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছিল। আশঙ্কা করা হচ্ছিলো সপ্তাহের বেশিরভাগ সময় রাতের বেলা তাপমাত্রা হীমাঙ্কের নিচে থাকবে। যেসব বাসিন্দাদের ঘর গরম রাখার ব্যবস্থা নেই, তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
লেক টাহো’র আশপাশের ব্যাককাউন্টিতে তুষারপাত থেকে সৃষ্ট ভূমিধ্বসের সতর্কতা জারি করা হয়। উচু যায়গায় আগামী ২ দিন, ৬ ফুট (১ দশমিক ৮ মিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হয়। এছাড়া, তীব্র ঠাণ্ডা বাতাস, লেকে ৫ ফুট(১ দশমিক ৫ মিটার)উঁচু ঢেউ সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ।