অ্যাকসেসিবিলিটি লিংক

হামাসের মারাত্মক হামলা ও রকেট নিক্ষেপের পর গাজায় ইসরাইলের বিমান হামলা


ইসরায়েলি বাহিনীর হামলার পর সকালে গাজা শহরের ভবনগুলোর ওপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ২৩ ফেব্রুয়ারি ২০২৩।
ইসরায়েলি বাহিনীর হামলার পর সকালে গাজা শহরের ভবনগুলোর ওপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ২৩ ফেব্রুয়ারি ২০২৩।

ইসরাইলের সামরিক বাহিনী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাস জঙ্গিদের সাথে সংশ্লিষ্ট স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি ভূখণ্ডে কয়েক ঘন্টা আগে হামাসের রকেট নিক্ষেপের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, একটি অস্ত্র তৈরির স্থান এবং একটি সামরিক কম্পাউন্ডে বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলের বিমান প্রতিরক্ষা বাহিনী গাজা থেকে নিক্ষেপ করা ছয়টি রকেটের মধ্যে পাঁচটিকে ভূপাতিত করেছে, বাকি রকেটটি দক্ষিণ ইসরাইলের একটি খোলা এলাকায় পড়েছে।

বুধবার অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে ১১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই আন্তঃসীমান্ত হামলা সংঘটিত হয়।

ইসরাইল বলেছে, তারা নাবলুসে জঙ্গিদেরকে আটক করার জন্য একটি অভিযান পরিচালনা করছিল। এ সময় তাদের বাহিনী আক্রমণের শিকার হয়। এরপর দুই পক্ষ বন্দুকযুদ্ধ শুরু করে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘের এক বৈঠকে বলেছেন যে, পরিস্থিতি “কয়েক বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে”।

গুতেরেস বলেন, তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দেওয়ার পক্ষে। তিনি বলেন, “সহিংসতা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। উত্তেজনা আকাশ ছোঁয়া। এবং শান্তি প্রক্রিয়া থমকে আছে”।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেছেন, উত্তেজনা বাড়াতে দুই পক্ষের কোনো পদক্ষেপ না নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

প্রাইস বলেন, “ইসরাইল যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখোমুখি হচ্ছে তা আমরা স্বীকার করি। একই সাথে, বিপুলসংখ্যক আহত মানুষ এবং বেসামরিক মানুষের প্রাণহানির জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন”।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG