অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে খনি ধসে ৫ জন নিহত—নিখোঁজ ৪৮ জন শ্রমিক


চীনের সিনহুয়া বার্তা সংস্থা প্রকাশিত এই ছবিতে উত্তর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার অ্যালসা লিগের ধসে পড়া কয়লা খনির স্থানে উদ্ধারকারীদের কাজ করতে দেখা যাচ্ছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৩।
চীনের সিনহুয়া বার্তা সংস্থা প্রকাশিত এই ছবিতে উত্তর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার অ্যালসা লিগের ধসে পড়া কয়লা খনির স্থানে উদ্ধারকারীদের কাজ করতে দেখা যাচ্ছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৩।

চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় একটি কয়লা খনি ধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৪৮ জন শ্রমিক। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ সংবাদ জানায়।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানায়, ভূমিধসের কারণে কয়লা খনিটি ধসে পড়ে। আধা কিলোমিটার (৫৫০ গজ) চওড়া এবং আনুমানিক ৮০ মিটার উঁচু ধ্বংসাবশেষের বিশাল স্তূপের নিচে কয়েক ডজন শ্রমিক চাপা পড়েন। স্থানীয় জিনজিং কোল মাইনিং কোম্পানি খনিটি পরিচালনা করে।

বুধবার সন্ধ্যায় জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আহত ৬ ব্যক্তিকে খনি থেকে উদ্ধার করা হয়েছে।

চীনে জ্বালানির প্রধান একটি উৎস হলো কয়লা। কিন্তু নিরাপত্তা বিধিনিষেধের শিথিল প্রয়োগের কারণে দেশটির খনিগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার গত কয়েক বছর ধরে বারবার আদেশ জারি করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার অনুসন্ধান এবং উদ্ধারের নির্দেশ দিয়েছেন। তবে ওইদিন সন্ধ্যায় দ্বিতীয় ভূমিধসের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।

প্রধানমন্ত্রী লি কেকিয়াংও ধসের কারণ সম্পর্কে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

আরও বেশি সরবরাহ এবং স্থিতিশীল মূল্যের জন্য সরকারি আহ্বানে সাড়া দিয়ে চীনের খনিগুলো গত কয়েক বছর ধরে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। ইনার মঙ্গোলিয়া হলো দেশটির শীর্ষ কয়লা উৎপাদনকারী অঞ্চল।

XS
SM
MD
LG