অ্যাকসেসিবিলিটি লিংক

রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের দাবি, সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত


হোমস, সিরিয়া
হোমস, সিরিয়া

সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের মরুভূমি প্রদেশ হোমসে এক হামলায় অন্তত ৫৩ বেসামরিক ব্যক্তি মারা গেছেন। ইসলামিক স্টেট(আইএস)গোষ্ঠীকে দায়ী করে এ ঘটনার বিষয়ে তথ্য প্রকাশ করেছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

একজন হাসপাতাল কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা জানিয়েছে, পালমিরা স্টেট হাসপাতালে নিয়ে আসা সকল মরদেহের মাথায় গুলির আঘাতের ক্ষত ছিলো। সানা আরও জানায়, ভুক্তভোগীরা খোরমা-খেজুর সংগ্রহ করার সময় হামলার শিকার হন। সিরিয়ার সরকার ও মিত্ররা হোমস প্রদেশ নিয়ন্ত্রণ করে।

হামলা থেকে বেঁচে যাওয়া একজন জানান, ৫ আহত ব্যক্তিকে অপর এক হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলাকারীরা তাদের গাড়িগুলোকে পুড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।

তাৎক্ষনিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

এক সময় এ প্রদেশের বিশাল এলাকা আইএসের দখলে ছিল। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট বাহিনী, রাশিয়ার সমর্থনপুষ্ট সরকারি বাহিনী, আঞ্চলিক জঙ্গি ও তুরস্কের পৃষ্ঠপোষকতা পুষ্ট বিদ্রোহী দলের পৃথক হামলায় তারা এ অঞ্চলের আধিপত্য হারায়।

গোষ্ঠীটি এখন স্লিপার সেলের মাধ্যমে সিরিয়ায় হিট অ্যান্ড রান হামলা(আক্রেমণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ)চালায়।

সারা দেশেই সিরিয়ার সরকারী বাহিনীর উপস্থিতি, প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশটি নিজ ভূখণ্ডে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য, মিত্রদের সহায়তার ওপর অনেক বেশি নির্ভরশীল। মিত্রদের মধ্যে রয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরান।

XS
SM
MD
LG