রাশিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এতে অন্তত একজন প্রাণ হারিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ৩৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৬টি ভূপাতিত করেছে।
নরওয়ে ইউক্রেনের জন্য পাঁচ বছর মেয়াদে ৭’শ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করার পর এটাই ছিল রাশিয়ার সর্বশেষ বিমান হামলার ঘটনা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, এই পদক্ষেপ নরওয়ে ও ইউক্রেনের সম্পর্ককে শক্তিশালী করে তুলবে এবং “যারা স্বাধীনতাকে লালন করে তাদের ঐক্য” রাশিয়া অতিক্রম করতে পারবে না।
প্রেসিডেন্ট জেলেন্সকি একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে নরওয়ের আইন প্রণেতাদের বলেন, "আপনারা এখন এমন একটি দেশকে দীর্ঘমেয়াদে আর্থিক সহায়তার দেওয়ার পদক্ষেপ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দৃষ্টান্ত স্থাপন করছেন যারা তাদের স্বাধীনতার জন্য এবং সাধারণভাবে স্বীকৃত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি জাতির যে বাঁচার অধিকার আছে তার জন্য লড়াই করছে"।
ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তিতে রাশিয়া নতুন করে আক্রমণ শুরু করতে পারে।
জেলেন্সকি বুধবার রাতে দেয়া ভাষণে বলেন, তিনি বিশ্বাস করেন যে ইউক্রেন রাশিয়ার “পুনরায় নেয়া উদ্যোগের” প্রচেষ্টাকে ব্যর্থ করবে।