আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বুধবার জানিয়েছে, মঙ্গলবার লিবিয়া উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ৭৩ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন। তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।
আইওএম আরও জানায়, ত্রিপোলির পূর্বাঞ্চলীয় কাসর আলকায়ার থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া প্রায় ৮০ জন যাত্রী বহনকারী নৌকাটি থেকে সাতজন বেঁচে গেছেন।
আইওএম জানিয়েছে, লিবিয়ার রেড ক্রিসেন্ট ও স্থানীয় পুলিশ এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করেছে। বেঁচে যাওয়া সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরুভূমি এবং ভূমধ্যসাগরের উপর দিয়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের জন্য লিবিয়া একটি প্রধান লঞ্চিং পয়েন্ট হয়ে উঠেছে।