অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সামরিক স্থানে হামলায় অভিযুক্তরা গ্রেপ্তার :ইসরাইলি 'ভাড়াটে’ সেনাদের দোষারোপ


ইরানের ইস্ফাহান শহরে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে একটি ইরানী দূরপাল্লার গদর ক্ষেপণাস্ত্রতে হিব্রুতে "ডাউন উইথ ইসরাইল" লিখে প্রদর্শিত হচ্ছে ৷ ৮ ফেব্রুয়ারী, ২০২৩। ফাইল ছবি
ইরানের ইস্ফাহান শহরে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে একটি ইরানী দূরপাল্লার গদর ক্ষেপণাস্ত্রতে হিব্রুতে "ডাউন উইথ ইসরাইল" লিখে প্রদর্শিত হচ্ছে ৷ ৮ ফেব্রুয়ারী, ২০২৩। ফাইল ছবি

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় শহর ইসফাহানের একটি সামরিক সাইটে ড্রোন হামলার "প্রধান অপরাধীদের" গ্রেপ্তার করেছে, যেখানে ইসরাইলি "ভাড়াটেরা" জড়িত ছিল।

ইরান ২৯ জানুয়ারী ড্রোন হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে, এবং এটিকে একটি দীর্ঘস্থায়ী গোপন যুদ্ধের সর্বশেষ পর্ব বলে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

তেহরানের পারমাণবিক কার্যকলাপ এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জন্য দীর্ঘ পাল্লার "আত্মঘাতী ড্রোন" সহ তার অস্ত্র সরবরাহ নিয়ে ইরান ও পশ্চিমের মধ্যে উত্তেজনা এবং সেইসাথে ইরানে কয়েক মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলার মধ্যে এই হামলাটি হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, "ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রকের একটি শিল্প কেন্দ্রে নাশকতার ব্যর্থ প্রচেষ্টার মূল অপরাধীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত, সেই কাজে … ইহুদিবাদী ইসরাইলি শাসক এর ভাড়াটেদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।"

চিরশত্রু ইসরাইল দীর্ঘদিন ধরে বলেছে যে কূটনীতি তেহরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি রোধে ব্যর্থ হলে ইরানের লক্ষ্যবস্তুতে তারা আঘাত হানতে ইচ্ছুক কিন্তু সুনির্দিষ্ট ঘটনার বিষয়ে মন্তব্য করেনি।

ইরানের নিরাপত্তা সংস্থার জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "হাজতে থাকা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের কারণে, পরে উপযুক্ত সময়ে আরও তথ্য প্রকাশ করা হবে।"

ইরান অতীতে ইসরাইলকে ইরানের ভূখণ্ডে এজেন্ট ব্যবহার করে হামলার পরিকল্পনা করার অভিযোগ করেছে।

জুলাইয়ে, তেহরান বলেছিল যে তারা ইসরাইলের জন্য কাজ করা কুর্দি জঙ্গিদের একটি নাশকতাকারী দলকে গ্রেপ্তার করেছে যারা ইসফাহানে একটি "গুরুত্বপূর্ণ" প্রতিরক্ষা শিল্প কেন্দ্র উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জ সহ ইস্ফাহান প্রদেশে বেশ কয়েকটি পারমাণবিক সাইট অবস্থিত, যাতে ২০২১ সালে নাশকতা চালানোর জন্য ইরান, ইসরাইলকে অভিযুক্ত করে।

সাম্প্রতিক বছরগুলিতে ইরানের সামরিক, পারমাণবিক এবং শিল্প স্থানগুলোর আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

XS
SM
MD
LG