অ্যাকসেসিবিলিটি লিংক

আইএমএফ এর সঙ্গে পাকিস্তানের মূল আর্থিক সহায়তা আলোচনা নিষ্পত্তিহীন অবস্থায়


ফাইল ছবি- পাকিস্তান প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) প্রকাশিত এই ছবিতে ইসলামাবাদে অর্থ মন্ত্রণালয়ে পাকিস্তানি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তাদের বৈঠক করতে দেখা যাচ্ছে। ৩১ জানুয়ারী, ২০২৩।
ফাইল ছবি- পাকিস্তান প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) প্রকাশিত এই ছবিতে ইসলামাবাদে অর্থ মন্ত্রণালয়ে পাকিস্তানি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তাদের বৈঠক করতে দেখা যাচ্ছে। ৩১ জানুয়ারী, ২০২৩।

পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থ সহায়তা কর্মসূচী বিষয়ক আলোচনা নিষ্পত্তিহীন অবস্থায় রয়ে গেছে। অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে দক্ষিণ এশিয়ার ঐ দেশটিকে ৬৫০ কোটি ডলার অর্থ সহায়তা দেয়ার বিষয়ে আইএমএফ তাদের সঙ্গে বেশ কয়েক দিন আলোচনা করার পরও কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি।

শুক্রবার ভোরে আইএমএফ প্রতিনিধিদল দেশটি ত্যাগ করার আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ইসহাক দার জানান, প্রতিনিধিদের সঙ্গে ১০ দিনের আলোচনা "বিস্তৃত" এবং "সফলভাবে সমাপ্ত হয়েছে।"

দার জানান, আইএমএফ যে মোটামোটি সম্মত-নীতি তার সরকারকে দিয়েছে তার একটি খসড়া পর্যালোচনার পর তার দল সোমবার আইএমএফ’এরসঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করবে।

আইএমএফ এর এক বিবৃতিতে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা গঠনমূলক বলে বর্ণনা করা হয়েছে এবং "উল্লেখযোগ্য অগ্রগতি" হয়েছে বলা হয়েছে।

তবে, বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, "এই মিশনটি বোর্ডের আলোচনায় আসবে না।”ঐ বৈঠকে ৩৫০ কোটি ডলারের সংকটে পড়া অর্থনীতির দেশটিকে সাহায্য করার জন্য মূল অর্থ সাহায্য থেকে ১০০ কোটি ডলার দেয়া হবে।

২০১৯ সালে আইএমএফ এর সাথে পাকিস্তান ৬৫০ কোটি ডলারের এই অর্থ সাহায্য চুক্তি সই করে। প্রাথমিকভাবে এই অর্থ সাহায্যের কিছু অংশ ডিসেম্বরে পাবার আশা করা হয়েছিল। এই কর্মসূচিটি জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

আইএমএফ এর ওয়াশিংটন সদর দফতরের অনুমোদন পাবার আগে ইসলামাবাদের কর্মকর্তাদের সঙ্গে সংস্থাটির কর্মকর্তাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তারপর এই অর্থ অবমুক্ত করা হবে।

XS
SM
MD
LG