অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পেট্রোলিয়াম শিল্পের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


ফাইলঃ ২০১৯সালের ১মে তেহরানের স্থায়ী ফেয়ারগ্রাউন্ডে ২৪তম আন্তর্জাতিক তেল, গ্যাস, পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্রদর্শনীর সময় এক দর্শনার্থী
ফাইলঃ ২০১৯সালের ১মে তেহরানের স্থায়ী ফেয়ারগ্রাউন্ডে ২৪তম আন্তর্জাতিক তেল, গ্যাস, পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্রদর্শনীর সময় এক দর্শনার্থী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থমন্ত্রক ইরানের পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য বাণিজ্যের সঙ্গে জড়িত নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, যে কোম্পানিগুলোকে নিশানা করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে ছয়টি ইরানভিত্তিক কোম্পানি, দুটি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এবং একটি মালয়েশিয়াভিত্তিক কোম্পানি রয়েছে। ঐ কোম্পানিগুলো পেট্রোকেমিক্যাল বা পেট্রোলিয়াম উৎপাদন ও বিক্রয় ও বিতরণের সঙ্গে জড়িত।

এক বিবৃতিতে টেরোরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের ট্রেজারি আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির জন্য পূর্ব এশিয়ার ক্রেতাদের দিকে ঝুঁকছে।

নেলসন বলেন,'যুক্তরাষ্ট্র তেহরানের অবৈধ রাজস্বের উৎসগুলোকে টার্গেট করার দিকে মনোনিবেশ করছে এবং যারা এই বাণিজ্যে সহায়তা করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে।

এক বিবৃতিতে ব্লিংকেন বলেন, ইরানের নিষেধাজ্ঞা এড়িয়ে চলার প্রচেষ্টাকে ব্যাহত করতে বৃহস্পতিবারের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

.

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্সের থেকে নেওয়া

XS
SM
MD
LG