অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন যুদ্ধের নিকটতম যুক্তরাষ্ট্রের সৈন্যদের ওপর ভয়েস অফ আমেরিকার প্রত্যক্ষ দৃষ্টিপাত


রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্যরা (ফাইল ছবি)
রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্যরা (ফাইল ছবি)

পূর্ব রোমানিয়ায় হিমশীতল, ঝোড়ো একটি দিনে যুক্তরাষ্ট্রের আর্মি সার্জেন্ট চেজ উইলিয়ামস সৈন্যদের একটি দলকে চলমান ব্ল্যাকহক থেকে লাফিয়ে ২৫ মিটার নিচের তুষার-ঢাকা মাটিতে অবতরণের অনুরোধ করছেন।

উইলিয়ামস এবং তার সহকর্মী প্রশিক্ষকরা গত গ্রীষ্মকাল থেকে ১০ দিনের কর্মসূচিতে বেশ কয়েকবার প্রশিক্ষণ প্রদান করেছেন। তখন ১০১ তম এয়ারবোর্ন ডিভিশনের ৪,৭০০ সেনাকে পূর্ব ইউরোপ জুড়ে মোতায়েন করা হয়েছিল। তবে এই সপ্তাহে সম্পূর্ণ হওয়া পূনরাবৃত্তিমূলক প্রশিক্ষণটি অনন্য ছিল। প্রথমবারের মতো ডিভিশনের সৈন্যরা ইউরোপের মাটিতে সহযোগীদের শাস্তিমূলক বিমান হামলার কোর্স প্রদান করেছিল।

মাইহাইল কোগালনিচিয়ানু বিমান ঘাঁটির কোর্স থেকে সম্পন্ন করা স্নাতকদের মধ্যে যুক্তরাষ্ট্র, রোমানিয়ান, ডাচ, ফ্রেঞ্চ এবং স্লোভাক সৈন্যরা অন্তর্ভুক্ত ছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইউরোপে মোতায়েন করা ডিভিশনটি কীভাবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতিক্রিয়ায় নেটোর পূর্ব দিকের অংশকে শক্তিশালী করছে এটি তার সর্বসাম্প্রতিক উদাহরণ।

রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা ২০২২ সালের জানুয়ারিতে প্রায় এক হাজার থেকে তিনগুণ বেড়ে আজ তিন হাজার হয়েছে। ১০১তম ২য় ব্রিগেড কমব্যাট টিমের কমান্ডার ইউএস আর্মি কর্নেল এড ম্যাথাইডেসের মতে, রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রাইমিয়া থেকে উৎক্ষেপিত একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রায় সাত মিনিটের মধ্যে কৃষ্ণ সাগরের তীরবর্তী সৈন্যদের কাছে পৌঁছাতে পারে।

১০১ তম এয়ারবর্ন ডিভিশনের মোতায়েন চলাকালীন রোমানিয়ার বাহিনী আমেরিকানদের সাথে তাদের বিদ্যমান প্রতিরক্ষা দক্ষতাকে সম্মান করছে। তারা বিমান হামলার কোর্সের ক্ষেত্রে নতুন সক্ষমতা অর্জন করেছে যা এই সপ্তাহের আগে রোমানিয়ার স্থল বাহিনীর ছিল না।

XS
SM
MD
LG