শুক্রবার দক্ষিণ কোরিয়ার এক নিন্দিত সাবেক রাজনীতিবিদ, চো কুক, দুর্নীতির কেলেঙ্কারির জন্য দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তার সন্তানদের স্কুলে ভর্তির সুবিধার্থে নথি জাল করার দায়ে তাকে এই সাজা দেয়া হয়। তাঁর কেলেঙ্কারির এই ঘটনা রাজনৈতিক বিভাজন আরও গভীর করেছে এবং অনেক তরুণ ভোটার এতে হতাশ হয়েছেন।
আইনের অধ্যাপক হিসেবে খ্যাত চো সাবেক প্রেসিডেন্ট মুন জায়ে-ইন-এর প্রধান সহযোগী ছিলেন। ২০১৯ সালের শেষের দিকে পদত্যাগ এবং ঘুষ ও নথি জালিয়াতিসহ এক ডজন অভিযোগে অভিযুক্ত হওয়ার আগে কিছু সময়ের জন্য বিচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
সোওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট চোকে তার ছেলে ও মেয়েকে নামকরা হাইস্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নথিপত্র জাল করার কারণে এবং সাবেক প্রেসিডেন্ট মুনের একজন বিশ্বস্ত লোকের দুর্নীতির তদন্তে প্রভাব বিস্তার করে হস্তক্ষেপ করার জন্য দোষী সাব্যস্ত করে।
তীব্র বৈষম্য এবং ন্যায্যতার জন্য ক্রমবর্ধমান আহ্বানের বিষয়ে ভোটারদের নৈরাশ্যের মধ্যে চো-এর পতন, মুনের প্রগতিশীল ডেমোক্রেটিক পার্টিকে কঠিন সময়ের মুখে ফেলে দেয়।
এই ঘটনার কারণে বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ক্ষমতায় আসেন। তিনি ঐ সময় প্রসিকিউটর-জেনারেলের পদে ছিলেন এবং চো ও অন্যান্য দুর্নীতি কেলেঙ্কারির তদন্ত করেছিলেন।
চো, তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।