অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে ড্রোন হামলায় আল-কায়েদার তিন সন্দেহভাজন নিহত


ইয়েমেনের মারিব প্রদেশের মানচিত্র।
ইয়েমেনের মারিব প্রদেশের মানচিত্র।

সোমবার ইয়েমেনে সম্ভবত আমেরিকান ড্রোন হামলায় আল-কায়েদার কথিত তিন জঙ্গি নিহত হয়েছে বলে স্থানীয় সরকার কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা বলেছেন, মারিব প্রদেশে একটি গাড়িতে ওই হামলা চালানো হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, "আল-কায়েদার তিনজন সদস্য আমেরিকান অভিযান বলে ধারণা করা একটি ড্রোন হামলায় নিহত হয়েছে। নিহত তিনজনই ওয়াদি ওবেইদাতে একটি গাড়িতে অবস্থান করছিল। আমেরিকান ওই হামলায় ঘটনাস্থলেই তারা নিহত হয়।"

মারিবের অপর এক সরকারি কর্মকর্তা আল-কায়েদা জঙ্গিদের ওপর হামলা এবং নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে, ওয়াশিংটনের তরফ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আল-কায়েদার ইয়েমেন শাখা - আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)-কে বিশ্বব্যাপী জিহাদি নেটওয়ার্কের সবচেয়ে বিপজ্জনক শাখাগুলির মধ্যে একটি বলে বিবেচনা করে যুক্তরাষ্ট্র৷

একিউএপি হুথি এবং সরকারী বাহিনী উভয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে, পাশাপাশি বিদেশেও বিক্ষিপ্ত কিছু আক্রমণ করেছে।

দুই দশকেরও বেশি সময় ধরে একিউএপি’র নেতারা যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে হামলার সংখ্যা বেশ কমে গেছে।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সরকারকে সমর্থন করার জন্য দেশটিতে হস্তক্ষেপ করে এবং হুথিরা রাজধানী সানার নিয়ন্ত্রণ দখল করে। তখন থেকে ইয়েমেন সংঘাতে জর্জরিত হয়েছে।

চলমান ওই সংঘাতে হাজার হাজার লোক নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ যাকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট বলে অভিহিত করেছে।

XS
SM
MD
LG