অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে ম্যাক্রোঁর পেনশন সংস্কারের বিরুদ্ধে নতুন করে ধর্মঘট


২০২৩ সালের ৩১ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে ফরাসি সরকারের পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে একটি বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা “আমাদের পেনশন বাঁচান” লেখা একটি ব্যানার ধরে রেখেছে।
২০২৩ সালের ৩১ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে ফরাসি সরকারের পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে একটি বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা “আমাদের পেনশন বাঁচান” লেখা একটি ব্যানার ধরে রেখেছে।

অবসর নেয়ার আগে সময়সীমা আরও বাড়িয়ে দেয়ার জন্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পরিকল্পনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের দ্বিতীয় দিনে মঙ্গলবার ধর্মঘট শ্রমিকরা ফরাসি শোধনাগার সরবরাহ, গণপরিবহন এবং স্কুলের কার্যক্রম ব্যাহত করেছে।

ম্যাক্রোঁর একটি সংস্কারের নিন্দা করতে বিপুল জনতা ফ্রান্সের বিভিন্ন শহর জুড়ে মিছিল করছে।এই সংস্কারের অধীনে অবসরের বয়স দুই বছর বৃদ্ধি করে ৬৪ বছর বয়সে উন্নীত করা হয়েছে এবং ম্যাক্রোঁ পার্লামেন্টে তার কার্যনির্বাহী সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এখন তার পরিবর্তনের পরিকল্পনা পাশ করানোর এক পরীক্ষার মধ্যে রয়েছেন।

১৯ জানুয়ারির পর, যখন প্রথম দেশব্যাপী ধর্মঘটে ১০ লাখের বেশি মানুষ রাস্তায় নেমেছিল, ইউনিয়নগুলো বলেছিল, সারা দেশে বিক্ষোভের যে প্রাথমিক তথ্য পাওয়া গেছে তাতে একটি বৃহত্তর চিত্র পাওয়া যায়।

মতামত জরিপে দেখা যায়, ফরাসিদের একটি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ অংশ সংস্কারের বিরোধিতা করে, কিন্তু ম্যাক্রোঁ তার অবস্থানে অনড়। সোমবার তিনি বলেন, পেনশন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার জন্য সংস্কারটি “অত্যাবশ্যক”।

শ্রম মন্ত্রকের অনুমান, পেনশন ব্যবস্থার সংস্কার বার্ষিক পেনশন থেকে ১৭ হাজার ৭ শ কোটি ইউরো (১ লাখ ৯১ হাজার ৮ শ কোটি ডলার) লাভ করবে। ইউনিয়নগুলো বলছে, রাজস্ব বাড়ানোর অন্যান্য উপায় রয়েছে, যেমন অতি ধনীদের ওপর কর আরোপ করা বা নিয়োগকর্তা বা সচ্ছল পেনশনভোগীদেরকে আরও রাজস্ব প্রদান করতে বলা।

আইনের খসড়া তৈরির সময় সরকার কিছু ছাড় দিয়েছে। ম্যাক্রোঁ মূলত চেয়েছিলেন অবসরের বয়স ৬৫ বছর করা হোক। অন্যদিকে সরকার প্রতি মাসে ন্যূনতম ১২০০ ইউরো পেনশন দেয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে।

XS
SM
MD
LG