অ্যাকসেসিবিলিটি লিংক

ড্রোন হামলা নিয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের ঊর্ধ্বতন কূটনীতিককে তলব করেছে ইরান


এই ছবিটি ২০২৩ সালের ২৯ জানুয়ারি পোস্ট করা একটি ইউজিসি ভিডিও থেকে নেওয়া। এতে ইরানের ইসফাহান প্রদেশে একটি বিস্ফরণ দেখা যাচ্ছে। ইরান জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের একটি অবস্থান লক্ষ্য করে রাতের বেলা ড্রোন হামলা চালানো হয়েছে।
এই ছবিটি ২০২৩ সালের ২৯ জানুয়ারি পোস্ট করা একটি ইউজিসি ভিডিও থেকে নেওয়া। এতে ইরানের ইসফাহান প্রদেশে একটি বিস্ফরণ দেখা যাচ্ছে। ইরান জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের একটি অবস্থান লক্ষ্য করে রাতের বেলা ড্রোন হামলা চালানো হয়েছে।

মধ্য ইরানের ইসফাহান প্রদেশে একটি সামরিক কারখানায় ড্রোন হামলার বিষয়ে ইউক্রেনের মন্তব্যের জন্য সোমবার ইরান, তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ ডি অয়াফেয়ার্সকে তলব করেছে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।

ইউক্রেন ইরানের বিরুদ্ধে অভিযোগ করে যে, দেশটি যুদ্ধক্ষ্রেত্র থেকে দূরে অবস্থিত ইউক্রেনীয় শহরগুলোতে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির একজন জ্যেষ্ঠ সহকারী ইসফাহানের ঘটনাটকে সরাসরি যুদ্ধের সাথে সম্পর্কিত বলে অভিহিত করেছেন।

রবিবার মিখাইলো পোডোলিয়াক টুইট করন, “ইরানে বিস্ফোরক রাত।” “আপনাদের সতর্ক করেছে।”

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলার পেছনে ইসরাইলের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরান রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকার করেছে। তাবে, তারা বলেছে, গত বছর ইউক্রেনে মস্কোর আগ্রাসনের আগে এগুলো পাঠানো হয়েছিল। মস্কো ইউক্রেনে তাদের সামরিক বাহিনীর ইরানি ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করেছে; যদিও অনেক ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং অনেক ড্রোন যুদ্ধ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

XS
SM
MD
LG