অ্যাকসেসিবিলিটি লিংক

চেক প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক জেনারেল জয়ী


প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর, পেটার পাভেলের সদর দফতরে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এবং চেক প্রেসিডেন্ট পদপ্রার্থী পেট্রা পাভেল হাত মেলান।( ২৮ জানুয়ারি, ২০২৩)
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর, পেটার পাভেলের সদর দফতরে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এবং চেক প্রেসিডেন্ট পদপ্রার্থী পেট্রা পাভেল হাত মেলান।( ২৮ জানুয়ারি, ২০২৩)

নেটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি জোরালো সমর্থন এবং ইউক্রেনকে সহায়তার জন্য সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচার অভিযান শেষে শনিবার চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সেনাপ্রধান পেট্রা পাভেল জয়ী হয়েছেন।

৬১ বছর বয়সী অবসরপ্রাপ্ত জেনারেল পাভেল প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ভোট হয়েছে এমন প্রায় সব জেলাতেই কোটিপতি সাবেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসকে পরাজিত করেন। আন্দ্রেজ, এক দশক ধরে চেক রাজনীতিতে প্রভাবশালী অথচ মেরুকরণকারী শক্তি।

তার নির্বাচনী ভাষণ দেওয়ার সময় পাভেল একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারণা চালান এবং মধ্য-ডানপন্থী সরকারের সমর্থন পেয়েছেন। তিনি শনিবার প্রাগের একটি কনসার্ট ভেন্যুতে দেয়া এক ভাষণে সমাজে ঐক্য এবং শান্তির বার্তা দেন।এরই মধ্যে ফলাফলে দেখা গেল তিনি ভোটে জয়লাভ করেছেন।

পাভেল সমর্থক এবং সাংবাদিকদের বলেন, “সত্য, মর্যাদা, সম্মান এবং নম্রতার মতো মূল্যবোধগুলি জিতেছে। আমি নিশ্চিত, এই মূল্যবোধগুলি আমাদের সকলের। এগুলোকে আমাদের জীবনের অংশ হিসেবে দেখা উচিত্ এবং তা প্রাগ ক্যাসল এবং আমাদের রাজনীতিতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা গুরুত্বপূর্ণ।”

চেক প্রেসিডেন্টদের দৈনন্দিন দায়িত্ব খুব বেশি না থাকলেও, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের বেছে নেয়ার ক্ষমতা তাদের থাকে। বৈদেশিক নীতিতে তাদের বক্তব্য থাকে। তারা নীতিনির্ধারণে সরকারকে শক্তিশালী মতামত বা চাপ প্রয়োগ করতে পারেন।

বিদায়ী মিলোস জেমানের স্থলাভিষিক্ত হয়ে পাভেল আগামী মার্চে দায়িত্ব গ্রহণ করবেন। মিলোস গত এক দশক ধরে দুই মেয়াদে তার দায়িত্ব পালন করেছেন। তিনি বাবিসকে তার উত্তরসূরি হিসাবে সমর্থন করেছিলেন।

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার আগ পর্যন্ত জেমান বেইজিং এবং মস্কোর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জোর দিয়েছেন। পাভেলের নির্বাচন একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ।

বাবিস এবং প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা শনিবার পাভেলকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

XS
SM
MD
LG