অ্যাকসেসিবিলিটি লিংক

ইহুদি উপাসনালয়ে গুলি চালানোর পর পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর ব্যাপক তোরজোড়


অধিকৃত-পশ্চিম তীরের শহর জেনিনে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজার লক্ষ্য করে ঢিল ছুড়েছে ফিলিস্তিনিরা। ২৬ জানুয়ারী, ২০২৩।
অধিকৃত-পশ্চিম তীরের শহর জেনিনে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজার লক্ষ্য করে ঢিল ছুড়েছে ফিলিস্তিনিরা। ২৬ জানুয়ারী, ২০২৩।

জেরুজালেমের উপকন্ঠে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হওয়ার একদিন পর, ইসরাইলের সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরে তাদের আরও সেনা মোতায়েন করছে বলে জানিয়েছে। অপরদিকে, শনিবার শহরে আরেকটি গোলাগুলির ঘটনায় দু’জন আহত হয়েছে।

পশ্চিম তীরে গত এক মাস ধরে ক্রমবর্ধমান সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি পশ্চিম তীরে ইসরাইলি এক অভিযানে সাত বন্দুকধারীসহ নয়জন ফিলিস্তিনি নিহত হবার পর, ইসরাইল ও গাজার মধ্যে আন্তঃসীমান্ত গোলাগুলি শুরু হলে, ওই এলাকায় রক্তপাতের আশঙ্কা বেড়ে যায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকটি কট্টর জাতীয়তাবাদী দল রয়েছে, যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এ নিয়ে শনিবার দিন শেষে তাদের এক বৈঠকে বসার কথা ।

ই্হুদি উপাসনালয়ের বাইরে শুক্রবারের হামলাটি ছিল ২০০৮ সালের পর ওই এলাকায় সবচেয়ে মারাত্মক হামলা।

শনিবার পুলিশ বলেছে, অপর এক ঘটনায় পূর্ব জেরুজালেমে ১৩ বছর বয়সী একটি ছেলে নির্বিচারে গুলি চালালে দু’জন আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্দেশ্য করে পাল্টা গুলি করলে সেও আহত হয়।

পশ্চিম তীরে কয়েক মাস ধরে চলা সংঘর্ষের পর, হামলাগুলি ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির সম্ভাবনাকে আরও উসকে দেয়। যার ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার জেনিনে ইসরাইলের এক অভিযানে কমপক্ষে নয়জন ফিলিস্তিনি নিহত হয়, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, "পরিস্থিতি মূল্যায়নের পর, আইডিএফ [ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী] অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করে, [পশ্চিম তীরের] জুডিয়া এবং সামারিয়া বিভাগকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

প্রধানমন্ত্রী নেতানিয়াহু জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তিনি বলেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG