বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন ফাইজার ও মডার্নার সর্বসাম্প্রতিক কোভিড ভ্যাকসিন, পিএফই.এন/বায়োএনটেক, এসই বিএনটিএক্সও এবং মডার্না এমআরএনএ নতুন বুস্টারগুলি এক্সবিবি-সম্পর্কিত সাব-ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়া বিরুদ্ধে সুরক্ষা দিয়েছে বলে নতুন প্রমাণ পাওয়া গেছে।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর কোভিড-১৯ মোকাবেলার প্রধান ডাঃ ব্রেন্ডন জ্যাকসন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, "আজ আমাদের কাছে অতিরিক্ত প্রমাণ রয়েছে যে এই হালনাগাদ ভ্যাকসিনগুলি কোভিডের নতুন প্রকরণগুলোর বিরুদ্ধে মানুষকে সুরক্ষা দিচ্ছে।"
গত শরতে বের হওয়া সর্বসাম্প্রতিক এই বুস্টারগুলির লক্ষ্য হচ্ছে সার্স -কোভ -২ ভাইরাসের বিএ. ৪ এবং বিএ. ৫ ওমিক্রন প্রকরণগুলি যা এখন আর তেমন মারাত্মক নয়। বর্তমানে যে প্রকরণগুলি প্রভাবশালী সেগুলো ওমিক্রনের বিএ. ২ সংস্করণ থেকে উদ্ভূত হয়েছ।
জ্যাকসন জানান, গবেষণায় দেখা গেছে যে আগের প্রকরণগুলির তুলনায় এক্সবিবি প্রকরণের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষা কম ছিল। এই কারণে প্রশ্ন উঠেছিল যে ভ্যাকসিনগুলি ভাইরাসের এই ক্রমবর্ধমান প্রকরণের বিরুদ্ধে কতটা ভাল কাজ করেছে।