অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তি প্রক্রিয়ায় যেতে রাজী ক্যামেরুনের যুদ্ধরত দলগুলো, বলছে কানাডা


কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি। (ফাইল ছবি)
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি। (ফাইল ছবি)

ক্যামেরুনে সংঘাতে ৬,০০০ এর বেশি মানুষ নিহত হবার পর সেখানকার সরকার ও কিছু বিচ্ছিন্নতাবাদী দল, সংকট সমাধানের লক্ষ্যে একটি প্রক্রিয়া শুরু করতে সম্মত হয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রক এ কথা জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এম মেলানি জোলি বলেছেন, "সংঘাতের একটি সামগ্রিক , শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধানে পৌঁছানোর উদ্দেশ্যে, শান্তি প্রক্রিয়ায় অংশ গ্রহণের জন্য দলগুলোর করা চুক্তিকে কানাডা স্বাগত জানায়।"

বিবৃতিতে বলা হয়েছে, কানাডা প্রক্রিয়াটিকে সহজতর করার জন্য একটি ম্যান্ডেট গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট দলগুলিও আস্থা-অর্জনের নিমিত্তে কাজ শুরু করার লক্ষ্যে প্রযুক্তিগত কমিটি গঠন করতে সম্মত হয়েছে।

২০১৭ সালে শুরু হয় ওই সশস্ত্র সংঘাত। মধ্য আফ্রিকান দেশটির ফরাসি-ভাষী সংখ্যাগরিষ্ঠদের দ্বারা ক্যামেরুনের ইংরেজি-ভাষী সম্প্রদায়কে প্রান্তিকীকরণ করার ধারণা থেকে এই সংঘাতের শুরু।

তখন থেকে, বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়াদের দল দুটি ইংরেজি-ভাষী অঞ্চলে অ্যাম্বাজোনিয়া নামক একটি বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের প্রয়াসে সরকারী সৈন্যদের সাথে লড়াই করে যাচ্ছে।

২০১৯ সালে অনুষ্ঠিত জাতীয় সংলাপে দুটি অ্যাংলোফোন অর্থাত্ ইংরেজি ভাষী অঞ্চলকে বিশেষ মর্যাদা দিলেও, ক্রমবর্ধমান সংঘর্ষের সমাধান করতে ব্যর্থ হয়েছে বিবদমান পক্ষগুলি। সংঘাতে এ পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৬ লাখ শিশু সম্পূর্ণরূপে শিক্ষা বঞ্চিত হয়ে পড়েছে বলে, কানাডা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, "এই চুক্তির পক্ষগুলি হল ক্যামেরুন প্রজাতন্ত্র, অ্যাম্বাজোনিয়া গভর্নিং কাউন্সিল এবং অ্যাম্বাজোনিয়া ডিফেন্স ফোর্স, আফ্রিকান পিপলস লিবারেশন মুভমেন্ট এবং সাউদার্ন ক্যামেরুন ডিফেন্স ফোর্স, অন্তর্বর্তী সরকার এবং অ্যাম্বাজোনিয়া কোয়ালিশন দল৷ দলগুলি আরও আশা প্রকাশ করছে, অন্যান্য দলগুলিও এই শান্তি প্রক্রিয়ায় অংশ নেবে।"

শনিবার, ক্যামেরুন সরকারের একজন মুখপাত্রের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে, তাৎক্ষণিকভাবে তিনি কোনও মন্তব্য করেননি। অন্যদিকে, মন্তব্যের জন্য বিচ্ছিন্নতাবাদী দলগুলোর মুখপাত্রদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

XS
SM
MD
LG